টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর; সতর্কতা জারি সমুদ্রসৈকতগুলিতে
Updated By: Jul 23, 2017, 11:02 AM IST
ওয়েব ডেস্ক : গতকাল থেকে তুমুল বৃষ্টি চলছে পূর্ব মেদিনীপুরেও। আর তার জেরেই দিঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুরে পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে স্নানে নামতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে।
তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ১২টি ওয়ার্ড। জল উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কে। ডেবরায় বহু তিলজমি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। পিংলাতেও বহু এলাকা জলমগ্ন।
আরও পড়ুন, বাঁকুড়ায় বিপদসীমার উপর বইছে সব নদী; সুন্দরবনে জলের তলায় কয়েকশ একর চাষজমি