নারদ-সারদায় দোষীদের গ্রেফতারি ও শাস্তি চেয়ে জেলায় জেলায় ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য

নারদ ও সারদায় দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে আজ জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি ফরওয়ার্ড ব্লকের।  

Updated By: Apr 18, 2017, 06:21 PM IST
নারদ-সারদায় দোষীদের গ্রেফতারি ও শাস্তি চেয়ে জেলায় জেলায় ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য

ওয়েব ডেস্ক: নারদ ও সারদায় দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে আজ জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি ফরওয়ার্ড ব্লকের।  

সিবিআই যাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁদের গ্রেফতারির দাবিতে ইসলামপুর মহকুমাশাসকের দফতরে আইন অমান্য কর্মসূচি ছিল ফরওয়ার্ড ব্লকের। আইন অমান্যকে ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার। প্রায় হাজার খানেক ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থক মহকুমা শাসকের দফতরে ঢুকতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়।

বাঁকুড়াতেও আইন অমান্য কর্মসূচি ফরওয়ার্ড ব্লকের। বাঁকুড়ার কেরানি বাঁধের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর আইন অমান্য  করে ফরওয়ার্ডব্লক। প্রায় আধ ঘণ্টা স্তব্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। বাঁকুড়া সদর থানার পুলিসের হস্তক্ষেপে ওঠে অবরোধ।

চুঁচুড়াতেও মিছিল করে ফরওয়ার্ড ব্লক। নারদকাণ্ডে এফআইআরে যাঁদের নাম আছে তাঁদের গ্রেফতারির দাবিতে খাদিনামোর থেকে চুঁচুড়া ঘরির মোর পর্যন্ত মিছিল করে আইন অমান্য কর্মসূচি ফরওয়ার্ড ব্লকের। (আরও পড়ুন- নারদকাণ্ডে অভিযুক্তদের সিবিআই হেফাজতে রেখে বিচার করতে হবে, দাবি সূর্যকান্ত মিশ্রের)

.