Indian Army Jawan's Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলে সেনা জওয়ান-সহ গাড়ি, তলিয়ে গেল চারচাকা
পথে হঠাৎ বিপত্তি! গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তাঁকে নিয়ে গাড়ি গিয়ে পড়ে রাস্তার পাশের ক্য়ানেলে। ভিতরে আটকে থাকেন ওই সেনা জওয়ান। এরপর কোনওক্রমে রক্ষা পেলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: বিশেষ কাজে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় সেনা জওয়ান মেজর সাকেত রঞ্জন। পথে হঠাৎ বিপত্তি! গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তাঁকে নিয়ে গাড়ি গিয়ে পড়ে রাস্তার পাশের ক্য়ানেলে (Indian Army Jawan's Car Accident)। ভিতরে আটকে থাকেন ওই সেনা জওয়ান। এরপর কোনওক্রমে রক্ষা পেলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি (Fulbari) গজলডোবা তিস্তা ক্যানেল রোডের শিমুলগুড়ি এলাকায়। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ওই সেনা জওয়ান (Indian Army) ক্যানেলে ব্যক্তিগত গাড়ি চালিয়ে গজলডোবার দিকে যাচ্ছিলেন। শিমুলগুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলের জলে পড়ে যায় তাঁর গাড়ি। ধীরে ধীরে সেটা ক্যানেলের জলে তলিয়ে যায়। এলাকাবাসীরা গাড়িটিকে উদ্ধার করতে গিয়ে দেখেন গাড়ির ভিতরে জওয়ান (Indian Army) আটকে রয়েছেন।
তখনই ওই এলাকার এক ব্যক্তি ক্যানেলের গভীর জলে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া গাড়ির কাঁচ ভেঙে আটকে থাকা সেনা জওয়ানকে (Indian Army) উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে পার্শবর্তী আমবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ এবং মিলনপল্লি ফাঁড়ির পুলিস। এরপর গাড়িটিকে উদ্ধার করে মিলনপল্লি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: Burdwan Suicide: তৃণমূলের জয়ের পর বাড়ি গিয়ে 'হুমকি' জয়ী কাউন্সিলরের, ঘরে মিলল অষ্টাদশীর ঝুলন্ত দেহ!