অমানবিক! কুকুরের গায়ে শব্দ বাজি বেঁধে ফাটানোর অভিযোগ, পা খোয়াল অবলা জীব
সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়
নিজস্ব প্রতিবেদন: অমানবিকতার চরমতম নিদর্শন দেখা গেল খড়্গপুরে। কুকুরের পায়ে শব্দবাজি বেঁধে ফাটানোর অভিযোগ। বাজির আঘাতে অবলা প্রাণীটির বাঁ পা উড়ে গেল। শরীরেও রয়েছে গভীর ক্ষত। Zee ২৪ ঘণ্টার খবরের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্ত শুরু করেছে পুলিস। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।
বাজি ফাটানো নিয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে আদালত। সেই নির্দেশিকাকে তোয়াক্কা না করেই দেদার শব্দবাজি ফাটানো হল খড়্গপুরে। সেই শব্দ বাজির দৌরাত্ম্যের শিকার এবার অবলা প্রাণী। খড়্গপুর শহরের খরিদা এলাকায় কুকুরের গায়ে শব্দবাজি বেঁধে ফাটানোর অভিযোগ। বাজি ফেটে উড়ে গেল কুকুরটির একটা পা। ঝসলে গিয়েছে মুখে একটা অংশ। শরীরের বিভিন্ন অংশে ক্ষতর চিহ্ন রয়েছে। এভাবে অবলার উপর হামলার নিন্দার সরব নেটিজেনরা। অবিলম্বে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। Zee ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তের নির্দেশ দিয়েছেন খড়্গপুরের পুর প্রশাসক।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। শহরের বেশ কয়েকজন পশুপ্রেমী আপাতত ওই কুকুরটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
আরও পড়ুন: শাহকে খাইয়েও মেলেনি মেয়ের চিকিৎসায় সাহায্য, 'কেউ কথা রাখেনি', আফশোস ক্ষুব্ধ বাবার
আরও পড়ুন: Weather Today: রাজ্যজুড়ে শীতের আমেজ, শনিবার আরও কিছুটা কমল তাপমাত্রা
ঘটনার নিন্দা করেছেন মনোবিদ সহেলি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "এটা সচেতনতার অভাব এবং অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া প্রয়োজন।" পশুপ্রেমি সংগঠনের সদস্য জয়দীপ রাহা জানান, আইনানুযায়ী পশুদের উপর পাশবিক অত্যাচার করলে ২ বছরের জেল হতে পারে। জরিমানাও হতে পারে। এটা সুস্থ মানুষের লক্ষণ নয়। কঠোর শাস্তি দেওয়া উচিত।