হাওড়া স্টেশনের ফুড প্লাজায় মাছের ঝোলে কিলবিল করছে অসংখ্য পোকা!

মহাদেব মণ্ডল তাঁর ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন।

Updated By: Jun 29, 2018, 06:11 PM IST
হাওড়া স্টেশনের ফুড প্লাজায় মাছের ঝোলে কিলবিল করছে অসংখ্য পোকা!

নিজস্ব প্রতিবেদন:  হাওড়া স্টেশনের ফুড প্লাজা থেকে ফিস থালি কিনেছিলেন। টকটকে লাল কষা ঝোল আর ভাতের থালি এল নির্দিষ্ট সময়েই। কিন্তু মাছের ঝোলে চোখ পড়তেই পাকিয়ে উঠল গা। তার মধ্যে কিলবিল করছে অসংখ্য পোকা। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন মহাদেব মণ্ডল নামে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তুলেছে সেই ছবি। ফের প্রশ্নের মুখে হাওড়া স্টেশনের খাদ্যের মান।

 

মহাদেব মণ্ডল তাঁর ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিটির পোস্টে লিখেছেন, গত ২৬ জুন তিনি ও তাঁর কয়েকজন বন্ধু হাওড়ার স্টেশনের ফুড প্লাজা থেকে ফিস থালি অর্ডার করেছিলেন। তাঁরা খাদ্য হিসাবে তা হাতে পেয়েছিলেন তা এক কথায় ‘অখাদ্য।‘ তাঁদের দাবি, তাঁদের দেওয়া মাছেল ঝোলে কিলবিল করছে অসংখ্য পোকা।

বিষয়টি নিয়ে রেলপুলিসে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই কপির প্রতিলিপি আইআরসিটিসি-র কাছে ইমেলও করেন তাঁরা। আইআরসিটিসি ১ লক্ষ টাকা জরিমানা করেছে। তবে স্টেশনের ফুড প্লাজা থেকে খাবার কীভাবে এত নিম্নমানের হতে পারে, তা নিয়েই উঠছে প্রশ্ন।

.