Tapan Kandu Murder Case: তপন কান্দু খুনে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার জেরা কংগ্রেস কাউন্সিলরকে
ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিপ্লব কয়াল
অনুপ মুখোপাধ্যায়: ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় ফের ডাক পড়ল কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের। সোমবার ফের তাঁকে জেরা করেন সিবিআই অফিসাররা। ঝালদা বন দফতরের অস্থায়ী ক্যাম্পে গত ২৪ ঘণ্টায় এনিয়ে ফের ডাক পড়ল বিপ্লবের।
সোমবার সকাল এগারোটা নাগাদ বন দফতরের অস্থায়ী ক্যাম্পে সিবিআই অফিসে আসেন বিপ্লব কয়াল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কেন বিপ্লববাবুকে তলব করা হল তা নিয়ে জল্পনা রয়েছে।
উল্লেখ্য, ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিপ্লব কয়াল। দুজনই বহুদিন ধরেই কংগ্রেস করছেন। বিপ্লববাবুর বাবা মধুসুদন কয়ালও ছিল ঝালদা পুরসভার কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যান। মনে করা হচ্ছে, বন্ধু হিসেবে তপন কান্দুর বিষয়ে অনেক কিছুই জানতে পারেন বিপ্লব কয়াল। সেটাই জানতে চাইছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এদিন, সিবিআই অফিসারদের সঙ্গে সাক্ষাতের পর বিপ্লব কয়াল বলেন, সিবিআই যা জিজ্ঞাসা করেছে তার জবাব দিয়েছি। যতবারই আমাকে ডাকবে ততবারই আসব। চাই আসল দোষী ধরা পড়ুক।
আরও পড়ুন-ডেটায় কারচুপি, গ্রাহকদের ৫ কোটি ৫৯ লাখ তছরুপ পোস্ট মাস্টারের!