Jitendra Tiwari Arrested: নিজের পক্ষে নিজেই সওয়াল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির, চাইলেন ২ দিনের পুলিস হেফাজত
তিওয়ারি দম্পতির মামলার শুনানি রয়েছে আগামিকাল। এই শুনানি হবে সুপ্রিম কোর্টে। সেখানে কী রায় হচ্ছে তা শুনে পরবর্তী রায় ঘোষণার আবেদন জানিয়েছেন তিনি। দুপক্ষের বক্তব্য শোনার পরে এখনও পর্যন্ত অর্ডার রিজার্ভ রাখা হয়েছে।
মৈত্রেয়ী ভট্টাচার্য: রবিবার সাত সকালেই আসানসোল আদালতে পেশ করা হয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। আদালতে সওয়াল জবাবে নিজের হয়ে নিজেই সওয়াল করে জিতেন্দ্র। আদালতে কী জানালেন তিনি?
জানা গিয়েছে রবিবারের শুনানিতে পুলিসের তরফে ১৪ দিনের পুলিস হেফাজতের দাবি করা হয়। অন্যদিকে রবিবারের এই শুনানিতে নিজের পক্ষে নিজেই সওয়াল জিতেন্দ্র তিওয়ারি। তার কারণ তিনি নিজেও একজন আইনজীবী। সিজেএম-এর কাছে জিতেন্দ্র গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট বলেন।
প্রথমত জিতেন্দ্র-র তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি। জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, ‘আমাকে দুদিনের পুলিস হেফাজত দিন। তাঁর কারণ আগামিকাল সুপ্রিম কোর্টে আমার মামলার শুনানি রয়েছে’।
তিওয়ারি দম্পতির মামলার শুনানি রয়েছে আগামিকাল। এই শুনানি হবে সুপ্রিম কোর্টে। সেখানে কী রায় হচ্ছে তা শুনে পরবর্তী রায় ঘোষণার আবেদন জানিয়েছেন তিনি। দুপক্ষের বক্তব্য শোনার পরে এখনও পর্যন্ত অর্ডার রিজার্ভ রাখা হয়েছে।
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে, দিল্লি থেকে কলকাতার দমদম বিমানবন্দর হয়ে আসানসোলে নিয়ে আসা হয়েছে শনিবার রাত দুটো নাগাদ। জিতেন্দ্র তেওয়ারিকে আসানসোল উত্তর থানায় নিয়ে আসা হয়েছে। দমদমের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষা করা হয়েছে রাতেই। এই উওর থানা এলাকাতেই কম্বল বিতরণ কাণ্ড হয়েছিল গত বছর ১৪ ডিসেম্বর। আজ রবিবার তাকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই আসানসোল উত্তর থানা এবং আসানসোল আদালত চত্বরে পুলিস মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Bengal Weather Update: আকাশ ঢাকা কালো মেঘে; ধেয়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে বাংলা
আদালতে ঢোকার সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘শেষ কথা তৃণমূলও বলবে না। শেষ কথা বলবে আসানসোলের মানুষ। ২০২৪ অবধি অপেক্ষা করুন। আসানসোলের মানুষ জবাব দিয়ে দেবে’। পুলিসের তরফে বেশি দের না করে সকালেই তাঁর মেডিক্যাল করিয়ে আদালতে নিয়ে আসা হয়। জানা গিয়েছে পুলিস কাস্টোডি চাওয়া হবে পুলিসের তরফে।