কওসর ঘনিষ্ঠ আরও এক ঘনিষ্ঠ JMB জঙ্গি গ্রেফতার ত্রিপুরায়

নাসির আদতে মুর্শিদাবাদের বাসিন্দা।  পড়াশোনার পাঠ শেষ করার আগেই জেএমবি মডিউলের সক্রিয় সদস্য হয়ে ওঠে সে।  

Updated By: Mar 5, 2019, 11:48 AM IST
 কওসর ঘনিষ্ঠ আরও এক ঘনিষ্ঠ JMB জঙ্গি গ্রেফতার ত্রিপুরায়

নিজস্ব প্রতিবেদন:    ভিন রাজ্যে গ্রেফতার বর্ধমান বিস্ফোরণকাণ্ডে মূল পাণ্ডা কওসর ঘনিষ্ঠ আরও এক জেএমবি জঙ্গি। ধৃতের নাম নাসির  হুসাইন ওরফে পাতলা আনাস।

 

তদন্তে জানা গিয়েছে, কওসর গ্রেফতার হওয়ার পরই এই রাজ্য ছেড়ে পালিয়ে যায় নাসির। বেশ কিছুদিন ধরেই ত্রিপুরাতে গা ঢাকা দিয়েছিল সে।  জেরায় জানা গিয়েছে, কওসরই নাসিরের ‘গুরু’। কওসরের কাছ থেকে সে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছিল।

আরও পড়ুন, "মা-মেয়ের সম্পর্ক বড়মা-মুখ্যমন্ত্রীর", ঠাকুরনগরের সভা থেকে সদর্পে দাবি ফিরহাদের

নাসির আদতে মুর্শিদাবাদের বাসিন্দা।  পড়াশোনার পাঠ শেষ করার আগেই জেএমবি মডিউলের সক্রিয় সদস্য হয়ে ওঠে সে।   বুদ্ধগয়া বিস্ফোরণের আরও এক কারিগর সে।  তার খোঁজে দীর্ঘদিন ধরেই তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার তাকে ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন, "বড়মার সঙ্গে দেখা করে গর্ব অনুভব করছি", প্রণাম জানিয়ে বাংলায় বললেন মোদী

প্রসঙ্গত,  বর্ধমানের খাগড়াগড় বোমা বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ জইদুল ইসলাম ওরফে কওসর ওরফে মিজানকে  গত বছর অগাস্টেই গ্রেফতার করে এনআইএ। বেঙ্গালুরুর রামানগর থানা এলাকা থেকে সোমবার এনআইএ গোয়েন্দারা মিজানকে গ্রেফতার করেন। বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি’র প্রথম সারির মাথা  কওসর। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের গোয়েন্দারা তাকে খুঁজছিলেন। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে।

Tags:
.