'আমি আসছি', হেরেও ঝড়ের আগেই মানুষের পাশে 'ক্লান্তিহীন' কান্তি

ভোটে না জিতলেও মানুষের পাশে দাঁড়াতে ঝড়ের আগেই আসছেন 'কমরেড'।  

Updated By: May 24, 2021, 12:07 AM IST
'আমি আসছি', হেরেও ঝড়ের আগেই মানুষের পাশে 'ক্লান্তিহীন' কান্তি

নিজস্ব প্রতিবেদন: 'ঝড়ের আগে কান্তি আসে।' এ প্রবাদকে সত্যি করে ইয়াসের আগে সুন্দরবনে আসার কথা ঘোষণা করলেন কান্তি গঙ্গোপাধ্যায়। বারে বারে হেরেও বিপদের দিনে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে কুণ্ঠিত নন সিপিএম নেতা। ফেসবুকে কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly) লিখেছেন,'আমি ফিরছি সুন্দরবনে ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে।'

ফেসবুকে রাজ্য সরকার ও মানুষের কাছে দুটি আবেদন করেছেন কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly)। লিখেছেন, 'ফ্লাড শেল্টার এ মানুষকে আশ্রয় দেয়ার আগে দেহের তাপমাত্রা দেখে নেয়া হোক ও অসুস্থ সাধারণ মানুষের জন্য আলাদা আশ্রয় তৈরি করা হোক, যাতে গ্রামে করোনা আরো ছড়িয়ে না যায়।' তাঁর আর একটি দাবি,'মানুষ পানীয় ও দরকার পড়লে বৃষ্টির জল যেন জমা করে রাখেন কারণ বাঁধ ভাঙলে নোনা জল পানের অযোগ্য।'

মুকুন্দপুরে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে ৫০টি শয্যার কোভিড কেয়ার খুলেছেন কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly)। ঝাঁ চকচকে সেই হাসপাতাল দখার মতো। আমপানের সময়েও সুন্দরবনে মানুষের পাঁশে ছিলেনল কান্তি। তবে তার সুফল ইভিএমে পাননি। ভোটে না জিতলেও প্রতিবারের মতো মানুষের পাশে দাঁড়াতে ঝড়ের আগেই আসছেন 'কমরেড'।         

আরও পড়ুন- খোলা হল ব্যানার, হোর্ডিং, বন্যা নিয়ন্ত্রণে লকডাউন বিধি শিথিল, প্রস্তুত প্রশাসন

 

.