kartik Maas 2024: চূর্ণীর জলে গভীর রাত পর্যন্ত চলে `দামোদরে`র প্রদীপ ভাসানো...
Damodar Maas 2024: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, পয়লা বৈশাখের হালখাতা থেকে শুরু করে শেষ একেবারে সরস্বতী পুজোয়।
বিশ্বজিৎ মিত্র: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, পয়লা বৈশাখের হালখাতা থেকে শুরু করে শেষ একেবারে সরস্বতী পুজোয়। তবে এত বড় বড় ভারী ভারী উৎসবের মধ্য়ে ছোট একটা উৎসবেরও কিন্তু নিজস্ব একটা জায়গা আছে। সেটি হল দামোদর মাস।
হিন্দু শাস্ত্রমতে, কার্তিক মাসই 'দামোদর মাস' নামে পরিচিতি লাভ করেছে। এই মাসের নানা মাহাত্ম্য। এবং তা জড়িত জগন্নাথদেবের সঙ্গে, তা জড়িত শ্রীবিষ্ণুর সঙ্গে, জড়িত নারায়ণের সঙ্গে। যে কারণে এই সময়টায় জগন্নাথদেব, শ্রীবিষ্ণু বা নারায়ণের মন্দিরে ভিড় হয়।
তবে, কথা হচ্ছে, কার্তিক মাসের একটা অন্য অনুষ্ঠানও বাংলার গৃহস্থরা পালন করে থাকেন। তা হল আকাশপ্রদীপ জ্বালানো। কার্তিক মাসের শুরু থেকেই বাড়িতে, বাড়ির মাথায় এবং যে কোনো দেবালয়ে প্রদীপ জ্বালানোর রেওয়াজ আছে।
কেন প্রদীপ জ্বালানো হয়?
বিশ্বাস, কার্তিক মাসে যদি কেউ ভক্তিভরে প্রদীপ জ্বালান তবে তাঁর মনস্কামনা পূরণ হয়। তিনি দেবতার আশীর্বাদ পান।
আরও পড়ুন: Two Earthquakes: মাত্র ৬০ মিনিটের মধ্যে পরপর দু'টি জোরাল ভূমিকম্প! কী অবস্থা হল দেশের?
কার্তিক সংক্রান্তির দিনে নদীয়ার আড়ংঘাটায় লোকনাথ মন্দিরে পুজো দিয়ে চূর্ণী নদীতে প্রদীপ ভাসান গৃহিণীরা। সংসার সুখী রাখতে সন্ধ্যা হতেই জড়ো হন আড়ংঘাটায় লোকনাথ মন্দির প্রাঙ্গণে। প্রদীপে তেলের বদলে ঘি ব্যবহার করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই প্রদীপ ভাসানোর রেওয়াজ। দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতিকে মানতে নদীর ঘাটে ভিড় করেন লাখো মানুষ। সন্ধ্যে গড়িয়ে রাত এগারোটা হলেই একে একে প্রদীপ ভাসিয়ে দেন সকলে। অসংখ্য মানুষের সেই প্রদীপের আলো আলাদা বৈচিত্র এনে দেয় নদীজলে।