Two Earthquakes: মাত্র ৬০ মিনিটের মধ্যে পরপর দু'টি জোরাল ভূমিকম্প! কী অবস্থা হল দেশের?

Two Powerful Earthquakes: একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! একটা ভূমিকম্পেই হয় না, আবার দুটো। কোথায় ঘটল ভয়ংকর এই বিপর্যয়?

| Nov 11, 2024, 13:14 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! একটা ভূমিকম্পেই হয় না, আবার দুটো। আর এরকম হলে যা হয় তাই হল। ভেঙে-চুরে বিধ্বস্ত হয়ে যা তা অবস্থা হল দেশটির।

 

1/6

রবিবার

রবিবার পর পর দুটি ভূমিকম্পের ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে। 

2/6

হারিকেন

ঘটনা হল, মাত্র একদিন আগেই এখানে তাণ্ডব চালিয়ে গিয়েছে এক মারণ হারিকেন রাফায়েল। তার পর এই দুর্বিপাক!

3/6

ঝড়ের পরে ভূমিকম্প

ঝড়ের পরের দিনে এই ভূমিকম্পে ভেঙে গিয়েছে বাড়ি, ফেটেছে দেওয়াল। কিউবা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। পরপর জোরাল ভূমিকম্পে থরথরিয়ে কেঁপেছে গোটা দ্বীপই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যখন ভূমিকম্প অনুভূত হয়, তখন মাটিতে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, সমস্ত কিছু ভেঙে পড়ছিল, পায়ের নীচের মাটি যেন দ্রুত সরে যাচ্ছিল!

4/6

৬.৮ এবং ৫.৯

দুটি ভূমিকম্পের একটির মাত্রা ৬.৮ এবং ৫.৯। প্রথমটির উৎস উপকূল থেকে ২৫ মাইল দূরে সমুদ্রের ২৩.৫ কিমি গভীরে! এর মাত্র ৬০ মিনিট পরে আসে দ্বিতীয়টি।

5/6

প্রাণহানি নয়

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে যা খুবই স্বস্তির। 

6/6

কিউবায়

কোথায় হয়েছে এই ভূমিকম্প? এদেশে নয়। এশিয়ায় নয়। দক্ষিণ কিউবায়।