এবার চালু হল অগ্রদানী ব্রাহ্মণ ভাতা, পুরোহিতদের হাতে চেক তুলে দিলেন ফিরহাদ হাকিম নিজে

রাজ্যে ইমামভাতা চালুর পর থেকেই ব্রাহ্মণদের জন্যও ভাতা চালুর দাবি ওঠে। সম্প্রতি রাজ্যে বিজেপির উত্থানের পর কলকাতা পুরসভার অধীন শ্মশানগুলির অগ্রদানী ব্রাহ্মণদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। দিন প্রতি ৩৯৮ টাকা করে ব্রাহ্মণরা ভাতা পাবেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।

Updated By: Jul 1, 2019, 07:30 PM IST
এবার চালু হল অগ্রদানী ব্রাহ্মণ ভাতা, পুরোহিতদের হাতে চেক তুলে দিলেন ফিরহাদ হাকিম নিজে

নিজস্ব প্রতিবেদন: সিদ্ধান্ত আগেই হয়েছিল। এবার কলকাতার শ্মশানগুলির অগ্রদানী ব্রাহ্মণদের হাতে ভাতা তুলে দিল পুরসভা। সোমবার পুর ভবনে ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেন মেয়র ফিরহাদ হাকিম। 

রাজ্যে ইমামভাতা চালুর পর থেকেই ব্রাহ্মণদের জন্যও ভাতা চালুর দাবি ওঠে। সম্প্রতি রাজ্যে বিজেপির উত্থানের পর কলকাতা পুরসভার অধীন শ্মশানগুলির অগ্রদানী ব্রাহ্মণদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। দিন প্রতি ৩৯৮ টাকা করে ব্রাহ্মণরা ভাতা পাবেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সেই প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা তুলে দেওয়া হয় ২৭ জন ঠাকুরমশায়ের হাতে। প্রত্যেকে পান ৯,৫০০ টাকার চেক। 

প্রিয়াঙ্কা শর্মা মামলায় রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিস জারি করল সুপ্রিম কোর্ট

এদিন চেক দেওয়ার আগে কলকাতার মেয়র জানান, 'বিজেপি ধর্মের জিগির তুলছে। আমরা মানবতার জন্য কাজ করছি।'

পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, এতদিন এই ভাতা পেতেন গোরস্থানের মৌলবিরা। এবার থেকে ভাতা পাবেন পুরোহিতরাও। 

.