ভুয়ো IPS রাজর্ষির দেহরক্ষীর বাড়িতে তল্লাশি, উদ্ধার কয়েক রাউন্ড গুলি
এলাকার মানুষজনের দাবি, ভালো ছেলে হিসেবে পরিচিতি রয়েছে অভিজিতের। নিজেকে এক আইপিএসের দেহরক্ষী হিসেবেও পরিচয় দিতো সে
নিজস্ব প্রতিবেদন: ভুয়ো আইপিএস অফিসার রাজর্ষি ভট্টাচার্য গ্রেফতারের পরে এবার তার দেহরক্ষীর বাড়িতে তল্লাশি চালাল পুলিস।
আরও পড়ুন- ভবঘুরে, অসহায় ব্যক্তিদের টিকাকরণে জোর, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
রাজর্ষির দেহরক্ষী অভিজিত্ দাসকে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখা। শুক্রবার হাওড়ার জগাছায় তার বাড়িতে তল্লাশি চালায় পুলিস। অভিজিতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক রাউন্ড গুলি।
উল্লেখ্য, ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে খিদিরপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা তোলার অভিযোগের পাশাপাশি আরও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে বান্ধবীর স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল রাজর্ষি। ফলে ওইসব গুলি খুনের কাজে লাগানোর কোনও পরিকল্পনা ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিস।
আরও পড়ুন-Free Fire: অনলাইন গেমে খোয়া গেল ৪০ হাজার টাকা, অবসাদে আত্মহত্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রের
এলাকার মানুষজনের দাবি, ভালো ছেলে হিসেবে পরিচিতি রয়েছে অভিজিতের। নিজেকে এক আইপিএসের দেহরক্ষী হিসেবেও পরিচয় দিতো সে। তার কাছে লাইসেন্স করা রিভালবার রয়েছে বলেও পরিচিতদের কাছে বলতো।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)