আরও নামল পারদ, কনকনে ভোরে কলকাতায় উষ্ণতার খোঁজ
প্রত্যাশা মতোই নামল পারদ। অবশেষে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে কড়া শীতের আমেজ। বুধবার সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
ওয়েব ডেস্ক: প্রত্যাশা মতোই নামল পারদ। অবশেষে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে কড়া শীতের আমেজ। বুধবার সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকসপ্তাহ ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে ঘোরাঘুরি করছিল কলকাতার সর্বনিম্ন তাপমান। বছরের শুরুতে ঘূর্ণাবর্ত কাটতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মিলিয়ে বুধবার এক ধাক্কায় তামপাত্রা নামল বেশ কিছুটা।
আরও পড়ুন - দলিত বিক্ষোভের পর দিন বনধে থমথমে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক শহর
আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুসারে। আগামী কয়েকদিনে আরও নামবে তাপমান। শুধু কলকাতা নয়, শীতের দাপট শুরু হয়েছে জেলাতেও। বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শীতের সঙ্গে জেলাগুলিতে বাড়ছে কুয়াশার দাপট। রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ - ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।