দেগঙ্গায় মৃত শ্রমিকদের বাড়িতে বামেরা, পরিজনদের আর্থিক সাহায্য পূর্ত কর্মাধ্যক্ষের

চেম্বারের বিষাক্ত গ্যাসে মৃত্যু ৫ জনের।

Updated By: Apr 19, 2022, 06:27 PM IST
দেগঙ্গায় মৃত শ্রমিকদের বাড়িতে বামেরা, পরিজনদের আর্থিক সাহায্য পূর্ত কর্মাধ্যক্ষের

নিজস্ব প্রতিবেদন: দেগঙ্গায় মৃত শ্রমিকদের বাড়িতে বাম প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা যখন পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন, তখন ৫ বছরের ভাতা নিহতদের পরিজনদের মধ্যে ভাগ করে দিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  আনিসুর রহমান।

জানা গিয়েছে, মৃতেরা হলেন ওমর ফারুক, মহম্মদ নিজামুদ্দিন, সামিউল ইসলাম, সরাফত আলি, মিরাজুল ইসলাম। দেগঙ্গার ব্লকেরই বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। কাজ করতেন কর্নাটকে, একটি মাছের কারখানায়। রবিবার সন্ধ্যায় প্রথমে চেম্বার পরিষ্কার করতে নামেন এক যুবক। কিন্তু তিনি আর উপরে ওঠে আসেননি। 

আরও পড়ুন: Kulpi Rape: বাড়িতে মুখ বেঁধে বিধবাকে 'ধর্ষণ', অভিযুক্ত প্রতিবেশী যুবক

কেন? পর পর আরও ৭ জন যুবক ঢোকেন ওই চেম্বারে। বিষাক্ত গ্যাসে জ্ঞান হারান সকলেই।  এরপর যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ওই ৫ যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জন ভর্তি হাসপাতালে। সোমবার মৃত্যু সংবাদ এসে পৌঁছয় বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। এলাকায় শোকের ছায়া।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.