নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে ফের ভোগাতে পারে বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টা রাজ্যের আবহাওয়া রোদ ঝলমলে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে
![নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে ফের ভোগাতে পারে বৃষ্টি নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে ফের ভোগাতে পারে বৃষ্টি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/11/04/216712-5.jpg)
অয়ন ঘোষাল: নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে এরাজ্য ও ওড়িশার উপকূলবর্তি জেলাগুলিতে।
আরও পড়ুন-রাস্তার ধারে গোরু বাঁধা নিয়ে গন্ডগোল, মালদায় পিটিয়ে খুন যুবককে
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে। আগামী ২-৩ দিনের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করতে পারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এর জেরে সাপ্তাহের শেষে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। এর প্রভাব পড়বে এরাজ্যেও। সতর্কতা হিসেবে আন্দামান উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মত্সজীবীদের।
এদিকে, আগামী ২৪ ঘণ্টা রাজ্যের আবহাওয়া রোদ ঝলমলে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। সকালে সামান্য ঠাণ্ডা লাগলেও বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আরও পড়ুন-তৃণমূল এনআরসি বিরোধী হলে মমতার উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা: সেলিম
এদিকে, পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। আগামী বুধবার ভোররাতে সেটি আছড়ে পড়তে পারে সৌরাষ্ট্র উপকূলে। এর প্রভাবে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।