Rampurhat Arson LIVE UPDATE: বগটুইকাণ্ডে IC-র পর এবার সাসপেন্ড রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে
TMC প্রধান বুধবার ঘোষণা করেন যে তিনি বগটুই গ্রামে যাবেন। তিনি আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত সব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) বৃহস্পতিবার হিংসা বিধ্বস্ত বীরভূম (Birbhum) জেলা পরিদর্শন করবেন। সেখানে একটি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের হত্যার ঘটনা ঘটে। এরপরেই সেখানে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় যার দুই শিশুসহ অন্তত দশজন মারা গিয়েছেন।
TMC প্রধান বুধবার ঘোষণা করেন যে তিনি বগটুই গ্রামে যাবেন। তিনি আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত সব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
6:56 pm: বগটুইকাণ্ডে IC-র পর এবার সাসপেন্ড রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে
3:54 PM: রামপুরহাট কাণ্ডে গ্রেফতার আনারুল হোসেন। তারাপীঠ থানার পুলিস গ্রেফতার করল আনারুলকে। সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসিকে।
3:15 pm: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আনারুলের বাড়িতে হাজির হয় পুলিস। কিন্তু দীর্ঘ ৪০ মিনিট অপেক্ষা করার পরও সেখানে হদিশ মেলেনি আনারুলের।
2:43 pm: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের বাড়িতে পৌঁছলেন পুলিস আধিকারিকরা। তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে।
1:55 pm: বাগটুইয়ের ঘটনায় যার দিকে অভিযোগের তির সেই তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ। তাই প্রয়োজনে আত্মসমর্পণ করব। দলের সঙ্গে কথা বলছি।