জি ২৪ ঘণ্টায় মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা, একনজরে

দিল্লিতে জোট থেকে কর্ণাটকের ভোট, সব প্রশ্নের অকপট জবাব। জি ২৪ ঘণ্টায় সম্পাদক অনির্বাণ চৌধুরীর মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Last Updated: Friday, May 11, 2018 - 21:18

জি ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ:  সোমবারই পঞ্চায়েত ভোট। কী স্ট্র্যাটেজি মুখ্যমন্ত্রীর? রাজ্যের উন্নয়ন বনাম বিরোধীদের স্লোগান। কী ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের?  দিল্লিতে জোট থেকে কর্ণাটকের ভোট, সব প্রশ্নের অকপট জবাব। জি ২৪ ঘণ্টায় সম্পাদক অনির্বাণ চৌধুরীর মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

11 May 2018, 19:30 PM

প্রসঙ্গ: ভাগাড়কাণ্ড

** যারা পচা মাংস নিয়ে ব্যবসা করে, তারা পচার থেকে পচা, তাদের ঘৃণা করি। পুলিসকে বলেছি, স্ট্রং অ্যাকশন নিতে

** আমরা মিটিং করেছি, ঠিক হয়ে গিয়েছে কী কী করা হবে

** যে সব পশু মারা যাবে, সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলতে হবে

** পশু পোড়ানোর চুল্লি তৈরি করতে হবে, তাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে

** ইন্টারন্যাশনাল যোগ রয়েছে

** পচা মাংস বাংলাদেশ, নেপালেও যায়

** আতঙ্ক ছড়ানোর কারণ নেই

** যাকে তাকে গিয়ে দোকানে চেক করারও মানে নেই

** কিছুদিন সময় দিন, তদন্ত হবে, সব ঠিক হয়ে যাবে

** কয়েকদিন আগে মুরগি সম্পর্কেও শোনা গিয়েছিল

** সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে গিয়ে কেটে নিয়ে আসুন

** অপরাধীরা কেউ রেহাই পাবে না

** সিট গঠন করা হয়েছে

11 May 2018, 19:30 PM

প্রসঙ্গ: ছাত্র রাজনীতি

** ১৮ বছর কোনও বাধা মানে না, তবে শিক্ষকদেরও সম্মান করা উচিত

** শিক্ষাগুরুরা দীক্ষাগুরু, এটা মাথায় রাখতে হবে ওদের। আমাদেরই বোঝাতে হবে

** আমরা ২ লক্ষ ২৪ হাজার কোটি ঋণ শোধ করেছি

** এ বছরও আমাকে ৪৮ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হচ্ছে

** সিপিএমের ঋণ শোধ করছি আমরা 

** জিএসটি আদায়ে বাংলা এক নম্বর

** স্বাস্থ্য পরিষেবাতেও বাংলা এক নম্বর

** প্রত্যেক প্রকল্পই পরস্পরের সঙ্গে যুক্ত

** আমরা প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছি

জঙ্গলমহলে অশান্তি বীজ?

** মাওবাদীদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। ওদের কোনও নীতি থাকে না

** ঝাড়খণ্ডে বর্ডার ঝাড়গ্রাম। অসম, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায়। ওরা বাইরে থেকে লোক নিয়ে এসেছে গন্ডগোল পাকাচ্ছে।

** তৃণমূল কংগ্রেস এ সব রুখতে মানুষের স্বার্থে জীবন দিতে তৈরি

** আমরা রক্তাক্ত বিপ্লব করতে দেব না

** ত্রিধারা এখন একধারায় এসে মিলেছে

11 May 2018, 19:30 PM

11 May 2018, 19:00 PM

** কেন সংবাদমাধ্যম শুধু সন্ত্রাস দেখাবে?

** ফেক-নিউজ নিয়ে কড়া আইন আনা উচিত

** আমি তো অনেক সময়ই নিরাপত্তার তোয়াক্কা করি না, প্রয়োজনে পথে নেমে পড়ি।

** একটা রাজনৈতিক দল আমাকে খুন করার জন্য সুপারি দিয়েছে। দলটির নাম বলতে চাই না। আক্রমণের জন্য তারা আমার বাড়ি রেকিও করে গিয়েছে।

** পুলিস অনেক সময় বলেছে, বাড়িটা চেঞ্জ করার জন্য। কিন্তু আমি ভয় পাই না। আমি লড়তে ভালবাসি

** যারা চরিত্র হনন করে, তারপরে খুন করিয়ে দেয়, শেষে আবার তারাই ন্যাকা কান্না করেন

** খুন করার চক্রান্ত এর আগেও হয়েছে। যারা রাজনৈতিকভাবে লড়তে পারেন না, তাঁরা কাপুরুষ।

** যতদিন বাঁচব,আমি মানুষের কথা বলব

** আমার কন্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে না

** আমার অবর্তমানে দল কে চালাবে, রাজ্য কে চালাবে, তাও লেখা রয়েছে।

** কখনও যদি এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হয়, তাহলে কী হবে, সেটাও ঠিক করেছি

** এমনিতে নরম হলেও কখনও কখনও প্রশাসকের ভূমিকায় রাফ অ্যান্ড টাফ হতে হয় আমাকে

** একটু আগেই পুলিসকে বললাম, আরাবুলকে গ্রেফতার করতে, এটা আমাকে প্রশাসক হিসাবে করতেই হত

** মানবিক থাকব, যতদিন পারব, যেদিন পারব না, সব ছেড়ে দেব

** বাবা-মা আমাদের সৌজন্যতা শিখিয়েছি, ভালবাসতে শিখিয়েছি

11 May 2018, 19:00 PM

** কন্যাশ্রীর পিছনে পৌনে ২কোটি টাকা খরচা হয়

** বিরোধীরা অপপ্রচার বেশি করছে

** দেশে ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছে, ওরা ওসব দেখে না

** উঁচু -নিচু জাতির ভেদাভেদ হচ্ছে, সাম্প্রদায়িক হিংসা হচ্ছে, কই সিপিএম, কংগ্রেস তো সেখানে গিয়ে প্রতিবাদ করে না

** মানুষের একটা নীতি থাকবে, আদর্শ থাকবে, লড়াইটা আদর্শের

11 May 2018, 18:45 PM

** যারা গণতন্ত্রের পক্ষে নয়, তারা সকাল-বিকাল একসঙ্গে বসছে, ষড়যন্ত্র করছে

** সিপিএমের হার্মাদরা বিজেপির জহ্লাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে

** মুর্শিদাবাদের অনেক কংগ্রেস নেতা তো রয়েছে, আমি শুনেছি যারা বৈদিক ভিলেজে থাকেন

** অনেক সিপিএম, কংগ্রেস কর্মীকে আমরা নমিনেশন ফাইল করতে সাহায্য করেছি

** কিন্তু তারা গালাগাল দিয়ে যাচ্ছে

** বিজেপির কোটি কোটি টাকা, তাই পোস্টার ছড়াচ্ছে, স্মার্টফোন দেবে বলছে

** আমি রাজনৈতিক দলগুলির কাছে আর্জি করছি, আপনারা মাথা শান্তি করে ভোটটা করতে দিন

** পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের ইতিহাস রয়েছে

**বিজেপি প্ল্যান করেছে গন্ডগোল করে দেখাতে হবে, সিপিএম, কংগ্রেস প্ল্যান করেছে বোম মারবে

প্রসঙ্গ: বিজেপির অস্ত্র মিছিল

** বিজেপি রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলে নামল কেন? আমরা তো আগেও পালন করেছি, কোনওদিনও কি আগে দেখেছেন অস্ত্র নিয়ে মিছিল করতে?

** বিজেপি অস্ত্র মিছিল করে প্ররোচনা দিয়েছে

** ঝাড়খণ্ডের লোক এসে আসানসোল, রানিগঞ্জে ঝামেলা করেছে

প্রসঙ্গ: নির্বাচন এবং আদালত

** আমি আদালত নিয়ে কোনও কথা বলব না

** কিছু ঘটনা ঘটছে, যা না হলেই ভাল হয়

** এক্সকিউটিভ তার কাজ করবেন, আদালত তার কাজ করবে

** কিছু নেতানেত্রী মামলা করেই চলেছেন

** আমি শুনলাম বিজেপির একজন নেতা, তিনি নাকি চম্বলের নেতা, যা ভাষা ব্যবহার করছেন, তা ছাপারও অযোগ্য- এটা কি রাজ্যের লজ্জা নয়

** আমরা আছি বলে বাংলাটা শান্তিতে এগোচ্ছে, উন্নয়ন হচ্ছে

11 May 2018, 18:45 PM

** ভাঙড়ে মাওবাদীরা ঢুকে বসে আছে।

** নন্দীগ্রামে ১০ জন এখনও ঘরে ফেরেনি।

** কারোও হাত কেটেছে, কারোও পা কেটেছে।

প্রসঙ্গ: পঞ্চায়েত

** আমি সবাইকে প্রতীক দিতে পারিনি।

** যাকে দিতে পারিনি, তারা নির্দল হয়ে লড়ছে।

** বেলপাহাড়ি, বাঁশপাহাড়িতে বেশ কিছু জায়গা আছে, সেখানে আমাকেও নোমিনেশন দিতে দেওয়া হয়নি

** সেই প্রশ্ন তো কেউ করেনি, আমি কাদের দোষ দেব?

** যাঁরা কলম ধরেন, তাঁরা কি এসব খোঁজ নিয়ে দেখেছেন?

** সে রকম পরিস্থিতি হলে তো সুপ্রিম কোর্টই বলে দিতে পারত ভোট বাতিল?

** এতোই যদি অভিযোগের সত্যতা থাকত, তাহলে ভোটটা হচ্ছে কেন?

** কেউ বলছেন স্মার্টফোন দেব, এটা ঘুষ দেওয়া নয়?

** কোর্ট থেকে ভোট, আসলে ওরা ভোট করতে দিতে চায় না।

11 May 2018, 18:30 PM

প্রসঙ্গ: পঞ্চায়েত নির্বাচন

**‘যে রাজনীতির মধ্যে নীতি নেই, আদর্শ নেই, সেটা কীসের রাজনীতি দল?  আপনারাই বলুন, কাস্তে হাতুড়ি আর পদ্ম এক হল কী করে?’

**‘আমার জোট হচ্ছে মানুষের জোট’

**‘আজ কোন অঙ্কে সিপিএম, কংগ্রেস, বিজেপি, একসঙ্গে মামলা করছে?’

**‘গন্ডগোল তো বিজেপি করছে, ভাড়াটে গুন্ডা দিয়ে অশান্তি করছে।‘

**ইতিমধ্যেই ১৪ জন তৃণমূল কর্মী খুন হয়েছেন।

**কংগ্রেস, বিজেপি, সিপিএম খুন করিয়েছে।

প্রসঙ্গ: আরাবুল

** আমি আসার আগে শুনলাম আরাবুল ইসলাম কিছু একটা গন্ডগোল করেছে।

** ‘আমি আসার আগে পুলিসকে বললাম দেখে নিতে’

11 May 2018, 18:15 PM

** ‘বিজেপি ও কংগ্রেস যদি মনে করে আমরা একাই করব, এটা ভুল’।

** ‘আঞ্চলিক দলগুলিও শক্তিশালী, এরাও ফ্যাক্টর’

** ‘সবাইকে বাদ দিয়ে কোন অঙ্কে কংগ্রেস একা করবে?’

** ‘দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, আঞ্চলিক দলগুলি এক হলে দুটি দলের মধ্যে ব্রিজ হয়ে সমদূরত্ব বজায় রেখে যেখানে যেখানে ভুল তা ধরিয়ে দিতে পারবে’

** ‘গণতন্ত্রে প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ’

** ‘কংগ্রেস ও বিজেপি কাছাকাছি থাকবে’

** ‘আমি কোনওদিনও নেতা হতে চাই নি’

** ‘আমি কর্মী হিসাবেই থাকতে চাই’

** ‘আমি এলআইপি মানে লেস ইমপরমেন্ট হয়েই থাকতে চাই’

** ‘আমরা কোনও কিছু পাওয়ার আশায় আঞ্চলিক দলের পাশে নেই, ওই দলগুলি আমাদের ভালবাসে’

** ‘এখনও বাংলায় যৌথ পরিবার রয়েছে, আমরা যৌথ পরিবারে বিশ্বাস করি’

**‘আমি চাই কালেক্টিভ পরিবার হোক, যেখানে সবাই রাজা’

11 May 2018, 18:15 PM

** দেখুন কেউ তার দলের কথা বলতে পারে, আমি ভারতের রাজনীতি চিনি, গণতন্ত্রটা বুঝি। ও দলের কথা বলেছে, টিডিপি টিডিপি দলের কথা বলবে।

** রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

** কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপিও যদি বলে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসবে, তাও হবে না।

** ‘যে যার দলের কথা বলে’

** ‘কুমারস্বামী মুখ্যমন্ত্রী হতে পারেন না’

** ‘আমার মনে হয় লালুপ্রসাদ যাদব ভাল ফল করবেন’

** ‘অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু ফ্যাক্টর’

**‘কর্ণাটকে ত্রিশঙ্কু বিধানসভা হবে’

**‘রাজস্থানে বিজেপি হারবে’

**‘মধ্যপ্রদেশেও কংগ্রেস ভাল ফল করবে’

11 May 2018, 18:00 PM

ঘড়ির কাঁটায় ৫টা ৪৫। জি ২৪ ঘণ্টার অফিসে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন জি ২৪ ঘণ্টার চ্যানেল হেড পুরুষোত্তম বৈষ্ণব। অভ্যর্থনা জানান এডিটর অনির্বাণ চৌধুরী।