West Bengal News LIVE Update: খাস কলকাতায় গণপিটুনির অভিযোগ

West Bengal News LIVE Update: খরস্রোতা মাল নদী পেরিয়ে বাড়ি ফিরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে মাল নদী সংলগ্ন বাটাইগোল ডিভিশনে। মৃত ব্যাক্তির নাম রাম মুন্ডা (৪২)

Last Updated: Wednesday, July 3, 2024 - 18:37
West Bengal News LIVE Update: খাস কলকাতায় গণপিটুনির অভিযোগ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

3 July 2024, 18:30 PM

মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হসপিটালে চোখে ছানি অপারেশন করতে গিয়ে বিপত্তি। গত শুক্র এবং শনিবার  প্রায় কুড়ি পঁচিশ  জনের মতো  রোগীকে চোখের অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। চোখের ছানি অপারেশন হয় তাদের। অভিযোগ, ওই ৩০ জন চোখে দেখতে পাচ্ছে না। তাদেরকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। রোগীদের পরিবারের অভিযোগ মেটিয়াব্রুজ হাসপাতালের গাফিলতিতে এই ঘটনা, বেশিরভাগ রোগীর চোখ অপারেশন হয়েছে, এখনো দৃষ্টি ফেরত আসেনি। 

3 July 2024, 11:30 AM

Kolkata Lynching: খাস কলকাতায় গণপিটুনির অভিযোগ। ঘটনাস্থল একবালপুর। খিদিরপুরে গেস্ট হাউজের সামনে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। বেশ কয়েকজন যুবক এসে মারধর বলে বলে অভিযোগ। রয়েল গেস্ট হাউস নামে একটি হোটেলের সামনে এই গণপ্রহারের ঘটনাটি ঘটে। গেস্ট হাউসেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে একবালপুর থানার পুলিস।

3 July 2024, 09:15 AM

Ariyadaha Incident: আড়িয়াদহ কাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে ছবি মদন মিত্রের। দায় ঝাড়ার চেষ্টা কামারহাটির বিধায়কের। দলের সাংসদ সৌগত রায়কে এনিয়ে নিশানা করলেন মদন মিত্র। বললেন, দুষ্কৃতী ধরা পড়লেই সৌগতদার আশ্রয়ে চলে যায়। পাল্টা দিলেন সৌগত রায়। বললেন, মদনের কথায় গুরুত্ব দিই না।

3 July 2024, 09:00 AM

Hatras Stampede: উত্তর প্রদেশের হাতরসে সত্সঙ্গের অনুষ্ঠানে পদপৃষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্য়া আরও বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ১১৬ জনের মৃত্যু হয়েছে। বেপাত্তা বাবা নারায়ণ হরি সাকার। তাকে খুঁজছে পুলিস।

3 July 2024, 09:00 AM

Assam Flood: টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম। রাজ্যের বহু জায়গায় বন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জলে ঢুবেছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। রাজ্য ব্রহ্মপুত্র-সহ অধিকাংশ নদীর জল বেড়েছে। ব্রহ্মপুত্রের প্লাবনের কারণে কাজিরাঙ্গার একটি বিশাল এলাকা জলের তলায় চলে গিয়েছে। বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা বাড়ছে।

 

3 July 2024, 09:00 AM

Mal River: খরস্রোতা মাল নদী পেরিয়ে বাড়ি ফিরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে মাল নদী সংলগ্ন বাটাইগোল ডিভিশনে। মৃত ব্যাক্তির নাম রাম মুন্ডা (৪২)। ব্যক্তিগত কাজে এদিন দুপুরে তিনি মাল শহরে এসেছিলেন। কাজ সেরে বাড়ি ফিরবার সময় মাল শহরের পূর্ব দিক দিয়ে বহমান মাল নদী পার হতে গিয়েই ঘটে বিপত্তি। ডুয়ার্স সহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে খরস্রোতা মাল নদীর জলস্তর বৃদ্ধি পায়। পাশাপাশি নদীর জলের স্রোত ছিল অনেকটাই বেশি। আর সেই স্রোতেই ভেসে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। সোনগাছি চা বাগানের বাটাইগোল ডিভিশনে মৃত ব্যক্তির বাড়ি বলেই জানা গেছে। এলাকার যুবক বিকাশ ওরাও জানিয়েছেন, ব্যক্তিগত কাজে মাল শহরে গিয়ে বাড়ি ফিরবার পথে মাল নদী পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে মেটেলি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

3 July 2024, 09:00 AM

Teesta River: বুধবারও তিস্তায় লাল সর্তকতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতার পাশাপাশি এনএইচ ৩১ জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতার এবং সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার দোমোহনিতে অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। বুধবার সকাল ছ'টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ২৮২৯.৪৫ কিউমেক বলে জানিয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তরের সেন্ট্রাল ফ্ল্যাড কন্ট্রোল রুম। তবে জেলার অন্যান্য নদীর জলও বাড়ছে। বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির  আকাশ মেঘলা। তিস্তা সহ অন্যান্য নদীতে সতর্কতা থাকায় চিন্তা বাড়াচ্ছে নদী এলাকার  বাসিন্দাদের।

3 July 2024, 09:00 AM

ED: সকাল থেকেই তৎপর ইডি। ১৭৫, মেইন রোড ওয়েস্ট, নিউ ব্যারাকপুরের সারদা এপার্টমেন্টের রঞ্জিত ঘোষ নাম এক ব্যক্তির বাড়িতে ইডির আধিকারিকরা। তিনি একসময় সাহারা ইন্ডিয়া গ্রুপে কর্মরত ছিলেন।