Live: হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Last Updated: Friday, December 15, 2023 - 00:04
Live: হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

15 December 2023, 00:00 AM

হৃদ্‌রোগে আক্রান্ত হলেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

14 December 2023, 21:15 PM

রাহুল গান্ধীর পথেই তৃণমূলনেত্রী মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তিনি। আগামিকাল, শুক্রবার সেই মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভি ভাট্টির বেঞ্চে।

 

14 December 2023, 13:45 PM

রাজ্যসভা থেকে বহিস্কার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।  

14 December 2023, 12:15 PM

১৩ ডিসেম্বরের নিরাপত্তা লঙ্ঘনের পরে, শুধুমাত্র সংসদ সদস্যদের মকর দরজা দিয়ে সংসদে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, মিডিয়া এখন সেখান থেকে কয়েক মিটার দূরে অবস্থান করছে

14 December 2023, 09:15 AM

বসিরহাট ইটিণ্ডায় ইট ভাটায় চুল্লি ভেঙে এখনো পর্যন্ত মৃত্যু চার আহত পাঁচ।  চুল্লির ধ্বংসাবশেষে কেউ তলায় আটকে আছে কিনা  অধিক রাত পর্যন্ত তার খোঁজ চালায় প্রশাসন।

14 December 2023, 09:15 AM

কনকনে শীতের দাপট পুরুলিয়ায়। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রী। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট। হাড়কাঁপানো শীতে জবুথবু অবস্থা সাধারন মানুষের।

14 December 2023, 09:15 AM

রাতভর কাজ করে রেলকর্মীরা জল ট্যাঙ্ক ও শেডের ভাঙা অংশ সরিয়ে ফেলেছে। ২ নম্বর প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এখনও বর্ধমান স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের আতঙ্ক ও ভয় রয়েছে। রয়েছে জল ট্যাঙ্কের দাঁড়িয়ে থাকা অবশিষ্ট অংশ ভেঙে পড়ার শঙ্কা।

 

14 December 2023, 09:15 AM

বুধবার বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় ৩৯ জন ভর্তি আছেন। তারা সকলেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে; সকলেই স্থিতিশীল আছেন।

14 December 2023, 09:15 AM

বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের মোহিত নগরে এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়।

14 December 2023, 09:15 AM

এখনো বোর্ড গঠন হলো না  হাওড়ার মানিকপুর গ্রাম পঞ্চায়েতে।ভোট গ্রহণ ও গণনার সময় গন্ডগোল হওয়ায় এই পঞ্চায়েতের  নয়টি আসনে পুননির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন।কিন্তু সেই ভোট এখনো হয়নি।ফলে বোর্ড গঠন হয়নি।পঞ্চায়েত বোর্ড না থাকায় বিভিন্ন পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা এমনই অভিযোগ।

14 December 2023, 09:15 AM

মগরাহাট এলাকায় একাধিক মন্দিরের চুরি এসডি পিওর নেতৃত্বে গ্রেফতার ছয়, উদ্ধার সোনার গহনা আগ্নেয়াস্ত্র

 

14 December 2023, 09:15 AM

জলপাইগুড়ি তে হারকাপানো ঠান্ডা, রাতে আগুনের তাপে মানুষজনেরা। বৃহস্পতিবার সকাল থেকে ঠান্ডার দাপট জলপাইগুড়ি তে। সকাল সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে হাল্কা সূর্যের দেখা মিললেও ঠান্ডা অনুভব হচ্ছে জেলা জুড়েই। কয়েকদিন ধরেই জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রীর আশপাশে ঘোরাফেরা করছে।