3 January 2025, 12:45 PM
SSC: ২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গিয়েছিল। বাতিল হয়ে গিয়েছে ১৯ হাজার চাকরি। যার মধ্যে ১৫ হাজার যোগ্য বলে আন্দোলনকারীদের দাবি। অর্থাৎ ১১ শতাংশ বেনো জলের কারণে ভুগতে হচ্ছে বাকি ৮৯ শতাংশ যোগ্য শিক্ষকদের। এর প্রতিবাদে ২৩ ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন এদের মধ্যে প্রায় ১০ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। সেদিন থেকেই তাঁরা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে। আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এঁদের ভাগ্য নির্ধারণ হবে। তার আগে নতুন বছরের শুরুতেই তাঁরা রাস্তায় মস্তক মুণ্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হন। পাশাপাশি আজ বিকাশ ভবন এবং নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা।
3 January 2025, 09:00 AM
Task Force's Market Visit: সবজির দাম এখনও আগুন। কী চলছে বাজারে-বাজারে তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ শুক্রবার উত্তর কলকাতার মানিকতলা বাজারে আসছে টাস্ক ফোর্স। সকাল ১১টা নাগাদ দলটি মানিকতলা ও সন্নিহিত শ্রীমানী মার্কেটে যাবে। তারা দেখবে আনাজপত্র মাছ-মাংসের দাম কত চলছে। কেউ এই সব জিনিস অনর্থক মজুত করে রেখেছে কি না, দেখা হবে সেটাও।
3 January 2025, 08:00 AM
Weather in Morning: কনকনে শীত পুরুলিয়ায়। আজ, শুক্রবার পুরুলিয়া জেলার তাপমাত্রা নামল ৬ ডিগ্রিতে! নতুন বছরের শুরু থেকেই টানটান শীতের আমেজ পুরুলিয়ায়। সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট। বইছে বইছে শীতল হাওয়া। দৃশ্যমান্যতা কম থাকায় আলো জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকেরা। ঠাণ্ডা থেকে রেহাই পেতে সকালের দিকে রাস্তাঘাটে আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে শীতের আমেজ উপভোগ করছেন স্থানীয়রা।