West Bengal News LIVE Update: বারুইপুরে নেশা মুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর!

 একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Last Updated: Saturday, November 30, 2024 - 09:21
West Bengal News LIVE Update: বারুইপুরে নেশা মুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

30 November 2024, 09:15 AM

Baruipur: বারুইপুরে নেশা মুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙচুর। ঘটেছে বারুইপুর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা । সৌরভ মন্ডল সাউথ গড়িয়া এলাকার বাসিন্দা বছর দেড়েক ধরে এই বারুইপুরের নিশা মুক্তি কেন্দ্রে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যা থেকেই ওই নেশার মুক্তি কেন্দ্রে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ, অসুস্থ হয়ে পড়ায় পাশেই বারইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর পেয়ে মৃতের পরিবার ও তার আত্মীয়-স্বজন ওই নেশা মুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়, এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বারুইপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বারুইপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে এই নেশা মুক্তি কেন্দ্র চলছে। এখানে প্রচুর মারধর করা অভিযোগ রয়েছে। এখানে চিকিৎসা করাতে আসেন একাধিকবার এলাকার মানুষজন এই অভিযোগ করেছেন।  পুলিশকে বলেছি পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য। স্থানীয় বাসিন্দা ঝর্না গোস্বামী জানান, প্রতিদিন এই নেশা মুক্তি কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হয় মারধর করা হয় রোগীদের, তাদের চিৎকার শোনা যায় প্রতিদিন, সন্ধ্যায় এক রুগীর মৃত্যু হয়, তার আগে তাকে ব্যাপক মারধর করা হয়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়া মাত্রই প্রচুর লোকজন এসে এই নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। এই নেশা মুক্তি যারা চালাচ্ছিলেন এই ঘটনার পর তারা পালিয়ে যান। পুলিশ সূত্রে খবর ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়া হয়। ঘটনা কী ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।