WB Assembly Election 2021 LIVE: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন Mamata

Last Updated: Friday, March 12, 2021 - 19:10
WB Assembly Election 2021 LIVE: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন Mamata

12 March 2021, 19:15 PM

হাসপাতাল থেকে হুইলচেয়ারে হাতজোড় করে বের হলেন মমতা। গাড়িতে উঠলেন।   

12 March 2021, 19:00 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিল চিকিৎসকদের টিম। তবে আজই বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন মমতা। তাঁর অনুরোধে সম্মতি দেন চিকিৎসকরা।      

12 March 2021, 17:45 PM

আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে মুখ্যমন্ত্রীকে। হাসপাতাল সূত্রের খবর, ঘাড়, কাঁধ কবজির ব্যথা আর নেই। গোড়ালির ফোলা খানিকটা কমলেও ব্যাথা রয়েছে। রাতে টিভি দেখেন। নন্দীগ্রামের খোঁজখবর নেন।

12 March 2021, 17:00 PM

আজই মেদিনীপুরে গেলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। সাতসকালেই গুরুসদয় রোডে বিএসএফের গেস্ট হাউস থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে যান দুজনই। সেখান থেকে পরের গন্তব্য পশ্চিম মেদিনীপুর।

12 March 2021, 13:30 PM

বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা ‘ষড়যন্ত্র’। এই দাবিতেই অনড় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শুক্রবার দুপুরে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে অভিযোগ জানাতে যাচ্ছেন ৬ সাংসদের এক প্রতিনিধি দল।

12 March 2021, 13:15 PM

12 March 2021, 12:30 PM

* কাজ করছেন মোদী র ছবি তুলছেন দিদি।
* এবারের ভোটে খেলা তো হবেই।
* মোদীর জন্য আলো, শৌচাগার হয়েছে।
* দিদি খেলুক, আসল পরিবর্তন আনবেন মোদী।
* কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালাচ্ছে দিদি।
* বলছে এখন নন্দীগ্রাম, সবার মুখে জয় শ্রী রাম।

12 March 2021, 12:00 PM

বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী

* জেলায় সবকটা আসন জিতব
* কে দ্বিতীয় হবে জানি না
* রাজ্যে আমরাই ক্ষমতায় ফিরব
* নন্দীগ্রাম থেকে আমরাই জিতব
* তৃণমূলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা শেষ
* ১ কোটি বেকার বেড়ে গেছে
* পিএম কিষাণ চালু হবে, 
* সব টাকা দেওয়া হবে
* বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি চায় সরকার
* ডবল ইঞিজিন সরকার ছাড়া বাংলার মুক্তি সম্ভব নয়। 
* বিজেপি সরকার ছাড়া কেউ চিটফান্ডের টাকা ফেরত দিতে পারবে না
* গত ১০ বছরে বাংলার কোনও উন্নয়ন হয়নি
* দিদি ভাইপো ছাড়া কেউ তৃণমূলে কেউ সিদ্ধান্ত নিতে পারে না

12 March 2021, 11:00 AM

মেদিনীপুর সার্কিট হাউস থেকে মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে পৌঁছলেন কমিশনের দুই পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে। এখানেই রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করবেন দুই পর্যবেক্ষক। বৈঠকে তিন জেলার থেকেই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন পর্যবেক্ষকরা। পরে তিন পুলিস ও প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তাঁরা

12 March 2021, 09:45 AM

12 March 2021, 09:45 AM

WB Assembly Election 2021: মনোনয়ন পেশ Suvenduর

হটস্পট নন্দীগ্রাম। আজই মনোনয়ন পত্র জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোয়ননের সময় থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধানের। মনোনয়ন জমা দেওয়ার আগে সকালে নন্দীগ্রামে একাধিক মন্দিরে পুজো শুভেন্দুর। জানকীনাথ মন্দিরেও পুজো দেন তিনি। এরপর ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে যাবেন মনোনয়ন জমা দিতে। গতকালও শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের বেশ কয়েকটি মন্দিরে পুজো দেন শুভেন্দু। আরতি করেন, হরিনাম সংকীর্তনে যোগ দেন, কোথাও আবার খোলও বাজান! ইতিমধ্যেই এই আসনে মনোনয়ন পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।