মধুচক্র চালাতেন 'সিআইডি অফিসার'! ভাঙ্গড়ে বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ এলাকাবাসীর

পুলিস জানিয়েছে, বাড়িটির রাস্তা নিয়ে এলাকার দুই ব্যক্তির সঙ্গে বাড়ি মালিকের ঝামেলা হয়। আজ বাড়িটি ভাঙচুর করে এলাকার মানুষজন

Updated By: Jul 23, 2021, 01:56 PM IST
মধুচক্র চালাতেন 'সিআইডি অফিসার'! ভাঙ্গড়ে বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদন: স্থানীয়দের দাবি, নিজেকে সিআইডি অফিসার হিসেবে পরিচয় দিয়ে বাড়িতে মুধুচক্র চালাতেন। এনিয়ে প্রশ্ন করা হলে পুলিসের ভয় দেখানো হতো। বৃহস্পতিবার এনিয়ে তুলকালাম হল ভাঙড়ের কালীকাতলা এলাকা।

আরও পড়ুন-অবিলম্বে 'মামলা হোক', Pegasus ইস্যুতে সু্প্রিম কোর্টে দায়ের পিটিশন 

ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে ছুটে যায় ভাঙ্গড় থানার পুলিস। বাড়ি থেকে আটক করা হয় এক মহিলা সহ মোট চারজনকে।

স্থানীয়দের দাবি, সাইন মোস্তাফা নামে এক ব্যক্তি ওই বাড়িটি সম্প্রতি কেনেন। নিজেকে পরিচয় দিতেন সিআইডি অফিসার হিসেবে। গত এক বছর ধরে ওই বাড়িটিতে আসতেন একাধিক মহিলা ও পুরুষ। আজ বাড়িটিতে ভাঙচুর চালায় স্থানীয়রা।

আরও পড়ুন-রাজ্যসভায় সাসপেন্ডেড Santanu Sen, গোটা বাদল অধিবেশনে থাকতে পারবেন না তৃণমূল সাংসদ

অন্যদিকে, পুলিস জানিয়েছে, বাড়িটির রাস্তা নিয়ে এলাকার দুই ব্যক্তির সঙ্গে বাড়ি মালিকের ঝামেলা হয়। আজ বাড়িটি ভাঙচুর করে এলাকার মানুষজন। বাড়ি থেকে মোট ৪ জনকে আটক করা হয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.