সোমবার থেকে খুলছে মদের দোকান, ৩০ শতাংশ দাম বাড়াল রাজ্যে সরকার

সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকবে দোকান

Updated By: May 3, 2020, 11:46 PM IST
সোমবার থেকে খুলছে মদের দোকান, ৩০ শতাংশ দাম বাড়াল রাজ্যে সরকার

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা বলা হয়েছে। শুধুমাত্র গ্রিন এবং অরেঞ্জ জোনেই নয়, রেড জোনেও খুলবে মদের দোকান। তবে কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে।

আরও পড়ুন-দিনহাটায় তৃণমূলের ত্রাণের গাড়ি আটকালো পুলিস; সবটাই নাটক, বললেন বিজেপি সাংসদ

এদিকে, রেড জোনে কাল থেকেই মদের দোকান খোলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বার ও রেস্টুরেন্ট অবশ্য খোলা থাকবে না। খুলবে শুধুমাত্র অফ শপ। কেন্দ্রের নির্দেশের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকবে দোকান। মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন দামেই মদ বিক্রি হবে কাল থেকে।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় কলকাতায় আরও একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে কেন্দ্র

জেনে নিন নতুন দাম-

.