এখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভয় দেখাচ্ছেন, গুজরাটে কেন তারা যাবে না, বাঁকুড়ায় মোদীকে নিশানা মমতার

মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনী ভোট দেয় না। সেন্ট্রাল ফোর্সের মারবার অধিকার নেই। লোকাল পুলিস যেভাবে সেন্ট্রাল পুলিসকে চালায় সেভাবেই চলবে

Updated By: May 9, 2019, 02:07 PM IST
এখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভয় দেখাচ্ছেন, গুজরাটে কেন তারা যাবে না, বাঁকুড়ায় মোদীকে নিশানা মমতার

নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর তীব্র কটাক্ষের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সভা থেকে তিনি বলেন, আগে আরএসএস করতেন। হঠাত্ প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। এখন সবাইকে ভয় দেখাচ্ছেন।

আরও পড়ুন-ষষ্ঠ দফায় বাড়ল বাহিনী, তবু ১৯ শতাংশ বুথে থাকবে না আধাসেনা

কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, এখানে সেন্ট্রাল বাহিনী দিয়ে ভয় দেখাচ্ছেন। কেন গুজরাটে কেন্দ্রীয় বাহিনী যাবে না। ওখানে ভোট লুট করবেন। তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশে কেন কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না! জঙ্গলমহলে কিছু বাহিনী ছিল। সেসব তুলে নেওয়া হয়েছে। ভোটের সময় সব বাহিনী এরাজ্যে! কেন!

মমতা আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী ভোট দেয় না। সেন্ট্রাল ফোর্সের মারবার অধিকার নেই। লোকাল পুলিস যেভাবে সেন্ট্রাল পুলিসকে চালায় সেভাবেই চলবে। ভাববেন না, শিখিয়ে দিলেন আর ওরা গিয়ে মেরে দিয়ে এল। তার পর কী হবে। ওদের বিরুদ্ধে মামলা হলে কে ওদের রক্ষা করবে! আপনি করবেন! কদিন আগেই নিজেদের মধ্যে গুলি চালিয়ে দিয়েছে। মারা গিয়েছে একজন। আমার সাংসদ প্রসূনকে মেরেছে। অনেক কিছু হয়েছে। একটু সাবধান হবেন।

আরও পড়ুন- ''ভয়ে থাপ্পড়ের গালি দিচ্ছেন দিদি, অভিধানের সব গালি হজমের ক্ষমতা আছে'', বাঁকুড়ায় মোদী  

প্রধানমন্ত্রীকে বিঁধে মমতা এদিন আরও বলেন, বিজেপির দুর্নীতির বহু প্রমাণ আমার কাছে রয়েছে। ভয় দেখিয়ে বাংলায় ভোট করতে চাইছেন মোদী। প্রমাণ করুন কয়লা কেলেঙ্কারিতে তৃণমূলের কেউ জড়িত। প্রমাণ দিতে পারলে দেলর ৪২ প্রার্থীকেই তুলে নেব।  

 

.