প্রথম দফা নির্বাচনের আগে আলিপুরদুয়ার, কোচবিহারে আঁটোসাঁটো নিরাপত্তা

ভোটের একদিন আগেই কোচবিহারের পুলিস সুপারকে অপসারিত করা হয়।

Updated By: Apr 10, 2019, 08:19 AM IST
প্রথম দফা নির্বাচনের আগে আলিপুরদুয়ার, কোচবিহারে আঁটোসাঁটো নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদন:  রাজ্যে প্রথম দফা নির্বাচনের বাকি আর মাত্র ১দিন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট। দুই কেন্দ্রে বুথের সংখ্যা ৩৮৪৪টি। তার মধ্যে ৫০-৬০শতাংশ বুথ স্পর্শকাতর। প্রত্যেকটি স্পর্শকাতর বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। তাছাড়াও সব বুথে থাকছে সশস্ত্র বাহিনী। বুধবারই কলকাতায় ফিরছেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। 

 

  প্রথম দফায় দুটি আসনে ভোটগ্রহণে মোতায়েন করা হচ্ছে ৮৩ কোম্পানি আধা সেনা। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ৭৯ কোম্পানি বাহিনী। বুধবার আরও ৪ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে।  এর মধ্যে দুই কেন্দ্রের ৫০-৬০ শতাংশ বুথ থাকছে স্পর্শকাতর কেন্দ্রে। সেখানে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। মোবাইল পেট্রোলিং ব্যবস্থাও করা হবে। সেই দায়িত্ব থাকছে কেন্দ্রীয় বাহিনীর কাঁধে।  

কোচবিহার : ১১ মামলায় অভিযুক্ত বিজেপির নিশীথের সঙ্গে তৃণমূলের কোটিপতি পরেশের লড়াই
প্রসঙ্গত, ভোটের একদিন আগেই কোচবিহারের পুলিস সুপারকে অপসারিত করা হয়। পুলিস সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক গুপ্তাকে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিস সুপার হচ্ছেন অমিত সিং। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজকেই দায়িত্ব নেবেন অমিত সিং। বিকেল ৫টার মধ্যে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 

.