সব বুথে নিরাপত্তা, আপত্তি নেই রাজ্যের বাহিনীতেও, জানালেন দুবে
কমিশন মনে করছে, পশ্চিমবঙ্গকে ছোটো ছোটো বলয়ে ভাগ করে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে ভোট করানো হবে।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের সব বুথেই দেওয়া হবে নিরাপত্তা। আপত্তি নেই রাজ্যের বাহিনীতেই। সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে।
তিনি জানিয়েছে, কমিশন মনে করছে, পশ্চিমবঙ্গকে ছোটো ছোটো বলয়ে ভাগ করে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে ভোট করানো হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিস তাল মিলিয়ে বুথ নিরাপত্তায় কাজ করবে। এবিষয়ে বিবেক দুবের বক্তব্য, পরিস্থিতি বুঝে রাজ্য পুলিসকে নির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার শিলিগুড়িতে বিশেষ পুলিস পর্যবেক্ষক
মঙ্গলবার নবান্নে তিনি নিজে স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের প্রধানের সঙ্গে বৈঠক করবেন। তবে নবান্নে গেলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক করবেন না তিনি। তাঁর যুক্তি, এই পরিস্থিতি কোনও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বলবেন না তিনি।
সব বুথকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করার যে দাবি তুলেছিল বিরোধীরা, সে প্রসঙ্গে তিনি বলেন, '' কখনই সব বুথ অতি স্পর্শকাতর হতে পারে না। সে ক্ষেত্রে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে সব মহলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।