বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বোলপুর, চলল বেপরোয়া বাড়ি ভাঙচুর
ঘটনার সূত্রপাত গত রবিবার রাত থেকে। এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে সিঙ্গি পঞ্চায়েতের বড়ডিহা গ্রামের তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের বচসা হয়।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বোলপুর।
ঘটনার সূত্রপাত গত রবিবার রাত থেকে। এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে সিঙ্গি পঞ্চায়েতের বড়ডিহা গ্রামের তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের বচসা হয়। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অশান্তি গড়ায় সোমবার রাত পর্যন্তও।
আলিপুরদুয়ারে ছেলেকে বাঁচাতে গিয়ে 'খুন' বিজেপি কর্মীর মা
সোমবার সন্ধ্যায় এলাকায় তৃণমূলের তরফে একটি মিছিল বার করা হয়। অভিযোগ, মিছিল থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করে। বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।
যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরাই তাঁদের প্রাক্তন প্রধান অসীমা মণ্ডলের বাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে যায় পুলিস।
দুদলের ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির খোকন দাস ও বাপি মাঝি ও তৃনমূলের বিশ্বজিৎ কোনার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সকাল থেকেই গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। গ্রামের রাস্তায় টহল দিচ্ছে বোলপুর থানার পুলিস।