নিজস্ব প্রতিবেদন: ''পাকিস্তানকে ভারত প্রত্যাঘাত করুক, তা চাননি মমতাদিদি।'' আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে আরও একবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




লোকসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি প্রার্থী জন বার্লার সমর্থনে শুক্রবার আলিপুরদুয়ারে নির্বাচনী সভা করেন তিনি। সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ আরও বলেন, ''পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতীয় জওয়ানদের হত্যা করেছে, তার জবাব দিয়েছে ভারত। মমতাদিদি পাকিস্তানের প্রতি প্রত্যাঘাত চাননি। দেশের প্রতি ওঁর ভালোবাসা নেই।'' এদিন হিন্দু পূজারিদের কথা উল্লেখ করে  অমিত শাহ বলেন, ''মমতাদিদি ইমামদের ভাতা দেন। তবে পূজারিদের ভাতা দেন না কেন তিনি?''


বাংলায় ২৩টি আসনে পদ্ম, 'মমতাদিদি'কে আরও একবার চ্যালেঞ্জ অমিত শাহর
এদিনের সভার শুরু থেকে শেষ পর্যন্ত 'মমতাদিদি'কে চাঁচাছোলা ভাষায় বিদ্ধ করেছেন অমিত শাহ। সিপিএমের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ''সিপিএম থেকে বাঁচতে দিদিকে এনেছিল। এখন সবাই বুঝছে সিপিএম ভালো ছিল।  মা-মাটি-মানুষের সরকারের স্লোগানে আজ ভরসা নেই কারোর।''


'মমতাদিদি আপনার সময় শেষ, সমূলে উপড়ে ফেলব এবার', হুঙ্কার অমিতের
অমিত শাহ বলেন, ''২০১৯ এর ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ৫ বছরে দেশের দিশা ঠিক করবে এই নির্বাচন। বাংলার জন্য এই নির্বাচন অস্বিত্ব রক্ষার নির্বাচন।'' তৃণমূলকে কটাক্ষ করেন বলেন, ''বাংলায় গণতন্ত্র ধ্বংস করছে তৃণমূল।'' মোদীর জয়ের ডাক দিয়ে তিনি বলেন, ''একদিকে পরাক্রমী মোদী, অন্যদিকে দুর্বল জোট। তৃণমূলে সমূলে উত্খাত করার সময় এসে গিয়েছে। মমতাদিদিকে বলব, আপনার সময় শেষ হয়ে গিয়েছে।''


বাংলাতেও চালু হবে নাগরিকপঞ্জী, বেছে বেছে বের করা হবে অনুপ্রবেশকারীদের: অমিত শাহ