বাংলাতেও চালু হবে নাগরিকপঞ্জী, বেছে বেছে বের করা হবে অনুপ্রবেশকারীদের: অমিত শাহ

অমিত শাহ বলেন, সব শরনার্থীরা এখানে আশ্রয় পাবেন

Updated By: Mar 29, 2019, 03:54 PM IST
বাংলাতেও চালু হবে নাগরিকপঞ্জী, বেছে বেছে বের করা হবে অনুপ্রবেশকারীদের: অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে দেওয়া হবে। কারণ এরাই তৃণমূল সরকারের প্রধান শক্তি। শুক্রবার আলিপুদুয়ারের সভা থেকে এমনই হুঙ্কার দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

আরও পড়ুন-পাঁচ বছরে মাত্র ২৯ দিন সংসদে ছিলেন দেব, প্রশ্ন করেছেন তিনটি

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভায় অমিত শাহ বলেন, ‘মমতাদি নরেন্দ্র মোদী সরকার ফের ক্ষমতায় আসছে। আমরা এখানেও নাগরিকপঞ্জী চালু করব। প্রতিটি অনুপ্রবেশকারীকে রাজ্যে থেকে খুঁজে খুঁজে বের করব। তাদের বের করে দেব।’

অসমে নাগরিকপঞ্জী চালু করার ফলে ইতিমধ্যেই সেখানে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। ৪০ লাখ মানুষ নাগরিকপঞ্জী থেকে বাদ পড়েছেন। অমিত শাহ এদিন আলিপুরদুয়ারে বলেন, ‘সব শরনার্থীরা এখানে আশ্রয় পাবেন। সম্মানের সঙ্গে থাকতে পারবেন। তাদের তাড়ানোর কারও ক্ষমতা নেই। সরকার সিটিজেন্সশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছে। এর ফলে ভারতের বাইরে থেকে আসা শিখ, বৌদ্ধ, হিন্দু, শিখরা এদেশে নাগরিকত্ব পাবেন।’

আরও পড়ুন-'বাংলার জন্য এই নির্বাচন অস্তিত্ব রক্ষার', একনজরে অমিত শাহের ভাষণ

এরাজ্যের শরনার্থীদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, ‘বলা হচ্ছে নাগরিকপঞ্জী চালু হলে শরনার্থীদের রাজ্য ছাড়তে হবে। আপনাদের স্পষ্ট বলে দিতে চাই, সরকার আইন পাস করেছে কোনও শরনার্থীকে রাজ্য ছাড়তে হবে না। এখানে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনরা নিশ্চিন্তে থাকতে পারবেন। মমতাদি আপনি যত শক্তিই প্রয়োগ করুন শরনার্থীদের বের করার কোনও ক্ষমতা নেই আপনার।’

.