Locket Chatterjee: 'টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আইপ্যাকের লোকজন', চাঞ্চল্যকর অভিযোগ লকেটের

Loksabha Election 2024: আইপ্যাকের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ হুগলির বিজেপিপ্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। তাঁর হুঁশিয়ারি, খেলা করে তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে। 

Updated By: May 20, 2024, 09:54 AM IST
Locket Chatterjee: 'টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আইপ্যাকের লোকজন', চাঞ্চল্যকর অভিযোগ লকেটের
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ লকেটের। তৃণমূলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ। টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আইপ্যাকের লোকজন। দাবি হুগলির বিজেপি প্রার্থীর। অস্বীকার শাসক দলের। আইপ্যাকের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। তাঁর হুঁশিয়ারি, খেলা করে তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে। তৃণমূল যে ভাষায় কথা বলবে, সেই ভাষাতেই জবাব দেবেন বলে হুংকার লকেট চট্টোপাধ্যায়ের। 

আরও পড়ুন, Bengal Weather: বঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার চরম সতর্কতা

তিনি অভিযোগ তোলেন, 'রবিবার আইপ্যাকের জনা ২০ ছেলে ঢুকেছে এলাকায়। খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আজকের দিন ষড়যন্ত্র করার চেষ্টা করবে। কিন্তু তাতে কোনও লাভ হবে না।  কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব।' যদিও রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আইপ্যাকের কাছে এক নয়া পয়সা আছে বলে আমার নজরে পড়েনি। যা করছি সব খেটে করছি, দেড় মাস ধরে পড়ে থেকে প্রচার করেছি।'

সকাল থেকেই তিনি রণংদেহী সুরে হুঁশিয়ারি দিয়ে রাখেন তৃণমূলকে। তাঁর সাফ কথা, বিজেপির পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে সেভাবেই পালটা 'জবাব' দেওয়া হবে। প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রে এবার দুই তারকার লড়াই। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভোট ময়দানে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চম দফার ভোট দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনের মধ্যে ভোট মোট ৭ আসনে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে ভোটগ্রহণ। লড়াইয়ে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ এবং শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাগ্যপরীক্ষা তৃণমূলের হুগলির প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, দীপ্সিতা ধরেরও। তৃণমূলের তিন বারের জয়ী সাংসদ কল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর উপরেই ভরসা রেখেছে দল।তিনিও এবার প্রার্থী। 

আরও পড়ুন, West Bengal Lok Sabha Election Voting Live: BSF জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! ভোটের কাজ থেকে সরলেন অভিযুক্ত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.