গাঁটের কড়ি ফেলে জেড ক্যাটাগরির নেতা-মন্ত্রীদের ভোটপ্রচারের খরচ, জানাল কমিশন

সুতপা সেন

Updated By: Mar 27, 2019, 11:53 PM IST
গাঁটের কড়ি ফেলে জেড ক্যাটাগরির নেতা-মন্ত্রীদের ভোটপ্রচারের খরচ, জানাল কমিশন

সুতপা সেন

জেড ক্যাটাগরির নিরাপত্তা যাঁরা পান, তাঁরা ভোটপ্রচার করলে খরচ দেবে না রাজ্য সরকার। এমন নির্দেশিকাই দিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, নেতা-মন্ত্রীদের খরচ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই।

লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছে, জেড ক্যাটাগরির নিরাপত্তা যাঁরা পান, তাঁরা প্রচারে গেলে খরচ বহন করবে না রাজ্য সরকার। ওই খরচ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা যাঁরা পান, তাঁদের ছাড় দিয়েছে কমিশন। তাঁদের খরচ দেবে সরকারই।    

রাজ্যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষ ও শুভেন্দু অধিকারি পান জেড ক্যাটাগরির নিরাপত্তা।  

গাড়ি, হোটেল থাকা-খাওয়া, পুলিশ ও নিরাপত্তাকর্মীদের খরচও প্রার্থীকেই দিতে হবে বলে নির্দেশিকা দিয়েছে কমিশন। প্রার্থীদের জন্য বেঁধে দেওয়া ৭০ লক্ষ টাকা ওই খরচ বহন করতে হবে।

আরও পড়ুন- মিশন শক্তি: রাজনৈতিক সদিচ্ছা না থাকায় ২০০৭ সালে পারিনি, DRDO-র পর মুখ খুললেন ইসরো প্রধান

.