নিজস্ব প্রতিবেদন : ফের ভোট দার্জিলিংয়ে। ঘোষণা করল নির্বাচন কমিশন। না, কোনও পুনর্নির্বাচন নয়। দার্জিলিংয়ে উপনির্বাচন ঘোষণা করল কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফায় অর্থাত্ ১৯ মে উপনির্বাচন হবে দার্জিলিংয়ে। লোকসভা ভোটের ফলের সঙ্গেই একসঙ্গে ২৩ মে উপনির্বাচনেরও ফল ঘোষণা। কমিশন আরও জানিয়েছে, দার্জিলিং ছাড়াও আরও ৫ জায়গায় উপনির্বাচন হবে। তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।


আরও পড়ুন, 'কোনও বুথে কোনও বিরোধী এজেন্ট বসতে দেব না', আরাবুলের উপস্থিতিতেই হুমকি তৃণমূল নেতার


প্রসঙ্গত, দার্জিলিংয়ের বিধায়ক ছিলেন অমর সিং রাই। এবার লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্র থেকে অমর সিংকেই প্রার্থী করে তৃণমূল। ফলে বিধায়ক পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হয়। সেই কারণেই দার্জিলিং বিধানসভা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। সেখানে জরুরি হয়ে পড়ে উপনির্বাচন।    


আরও পড়ুন, দলের লোকেরাই হামলা চালিয়েছে লকেটের বাড়িতে, স্পষ্ট করলেন বিজেপি নেতা


প্রসঙ্গত, ৬ মে, পঞ্চম দফা লোকসভা ভোটের দিন উলুবেড়িয়া-পূর্ব বিধানসভা আসনেও উপনির্বাচন। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক হায়দার আজিজ সফির মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়ে পড়ে। ফলে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে।