বেলা গড়াতেই ফের উত্তপ্ত দিনহাটা, ভাঙা হল ইভিএম-ভিভিপ্যাট
১২ নম্বর ওই বুথে ৬০ শতাংশ ভোট পড়েছিল। আর তাতেই গন্ডগোলের সূত্রপাত।
নিজস্ব প্রতিবেদন : কোচবিহার থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবে দাবি করেছেন প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু ওদিকে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল দিনহাটায়।
এদিন সকালে ভোট শুরু হতেই দিনহাটায় গোলামালের খবর মিলেছিল। বেলা গড়াতেই ফের গন্ডগোল দিনহাটায়। দিনহাটার বোরোসোলবাড়ি অঞ্চলে সিংহীবাড়ি এলাকায় একটি বুথে ইভিএম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ২১২ নম্বর ওই বুথে ৬০ শতাংশ ভোট পড়েছিল। আর তারপরই গন্ডগোলের সূত্রপাত।
ভাঙচুর করা হয় ইভিএম। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, বুথের মাটিতে পড়ে রয়েছে ভাঙা ইভিএম, ভিভিপ্যাট। শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই ইভিএম ভাঙচুর করেছে বলে দাবি করেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
রবীন্দ্রনাথ ঘোষ পাল্টা দাবি করেছেন, বিজেপির 'হার্মাদ'রাই ইভিএম ভেঙেছে। ওই বুথে পুনর্নির্বাচনেরও দাবি জানিয়েছে তৃণমূল। যদিও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, দিনহাটায় ৪০ বুথে ভোট বলে কিছু হয়নি। শীতলকুচিতে ১৫০ বুথে ভোটের নামে প্রহসন হয়েছে। এই অভিযোগে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
আরও পড়ুন, 'ওষুধ কাজ করেছে, টেনশন নেই', গুছিয়ে মধ্যাহ্নভোজ খেয়ে দাবি রবীন্দ্রনাথ ঘোষের
উল্লেখ্য, সকালে দিনহাটার ভূতকুড়ির ১৪৭ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোট করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে অশান্তির জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ। অন্যদিকে, বক্সিরহাটে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। জেনারেল অবজার্ভারের নেতৃত্বে দ্রুত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে।