রবিবারের ভোটে কোথায় কত বাহিনী, দেখে নিন নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি

ভোট নিরাপত্তায় ৮ কেন্দ্রে মোট ৩ হাজার ৬৮৬ জন মাইক্রো অবজার্ভার থাকবেন। একইসঙ্গে থাকছে ৯৫৯টি ভিডিও ক্যামেরা, ১ হাজার ৫৬৩টি সিসিটিভি, ২ হাজার ৭৯টি ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।

Updated By: May 11, 2019, 07:41 PM IST
রবিবারের ভোটে কোথায় কত বাহিনী, দেখে নিন নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন : ষষ্ঠ দফার ভোটে একশো শতাংশ বুথেই থাকবে আধাসেনা। শুক্রবারই স্পষ্ট করে দিয়েছিলেন স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবে। এদিন বাহিনী মোতায়েন কোথায় কীরকম হবে, তা খোলসা করলেন তিনি। ষষ্ঠ দফায় বুথ নিরাপত্তায় দায়িত্বে থাকবে ৭৪৩ কোম্পানি আধাসেনা। বাকি ২৭ কোম্পানি স্ট্রংরুমের দায়িত্বে থাকবে। পাশাপশি, এবারের দফায় কুইক রেসপন্স টিমের নেতৃত্বে থাকছেন একজন ডেপুটি কমান্ডেট। উল্লেখ্য, আগের দফাগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করেছিলেন ইনসপেক্টর পর্যায়ের রাজ্য পুলিস আধিকারিক। এবার তার বদল ঘটছে। রাজ্য পুলিস নয়, এবার কেন্দ্রীয় বাহিনীর পরিচালনার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর-ই একজন ডেপুটি কমান্ডেন্ট।

৬ জেলায় বাহিনী বিন্যাস-

বাঁকুড়া ১৪৫ কোম্পানি

ঝাড়গ্রাম ১১৪ কোম্পানি

পশ্চিম মেদিনীপুর ১৭৪ কোম্পানি

পূর্ব মেদিনীপুর ১৯০ কোম্পানি

পুরুলিয়া ১০৯ কোম্পানি

পূর্ব বর্ধমান ১১ কোম্পানি

আরও পড়ুন, আগুন ঝরছে! প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন ১ প্রিসাইডিং অফিসার সহ ২ ভোটকর্মী

এর পাশাপাশি ভোট নিরাপত্তায় ৮ কেন্দ্রে মোট ৩ হাজার ৬৮৬ জন মাইক্রো অবজার্ভার থাকবেন। একইসঙ্গে থাকছে ৯৫৯টি ভিডিও ক্যামেরা, ১ হাজার ৫৬৩টি সিসিটিভি, ২ হাজার ৭৯টি ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।  একনজরে দেখে নিন, কোন কেন্দ্রে কীরকম ব্যবস্থা থাকছে?

তমলুক- মাইক্রো অবজার্ভার ৫৬০ জন, ভিডিও ক্যামেরা ১৭৫টি, সিসিটিভি ৩৫টি, ওয়েব কাস্টিং ৩০০টি (মোট ১০৭০)

কাঁথি- মাইক্রো অবজার্ভার ৫৬০ জন, ভিডিও ক্যামেরা ১৭৫টি, সিসিটিভি ৩৫টি, ওয়েব কাস্টিং ৩০০টি (মোট ১০৭০)

ঘাটাল- মাইক্রো অবজার্ভার ৭২২ জন, ভিডিও ক্যামেরা ২৫টি, সিসিটিভি ৭১২টি, ওয়েব কাস্টিং ২৯৯টি (মোট ১৭৫৮)

ঝাড়গ্রাম- মাইক্রো অবজার্ভার ৪৬০ জন, ভিডিও ক্যামেরা ৫৭টি, সিসিটিভি ২৫৮টি, ওয়েব কাস্টিং ২৬৯টি (মোট ১০৪৪)

মেদিনীপুর- মাইক্রো অবজার্ভার ৬৪৭ জন, ভিডিও ক্যামেরা ২৫ টি, সিসিটিভি ৪৭২টি, ওয়েব কাস্টিং ৩০০ (মোট ১৪৪৪)

পুরুলিয়া- মাইক্রো অবজার্ভার ৩৮০ জন, ভিডিও ক্যামেরা ১০৩টি, সিসিটিভি ৬৬টি, ওয়েব কাস্টিং ২৮০টি ( মোট ৮২৯)

বাঁকুড়া- মাইক্রো অবজার্ভার ৪০০ জন, ভিডিও ক্যামেরা ২১০টি, সিসিটিভি ১০৫টি, ওয়েব কাস্টিং ৩০০টি (মোট ১০১৫)

বিষ্ণুপুর- মাইক্রো অবজার্ভার ৪১৭ জন, ভিডিও ক্যামেরা ২৪৬টি, সিসিটিভি ১৩৮টি, ওয়েব কাস্টিং ৩০০টি (মোট ১১০১)

.