শুরুতেই তৃণমূলকে টক্কর দিচ্ছে বিজেপি, দৌড়ে রয়েছে কংগ্রেসও, গায়েব বাম

প্রাথমিক ফলে পোস্টাল ব্যালট গণনা শুরু হতে দেখা যায়, রাজ্যে ৩টি আসনে এগিয়ে যায় বিজেপি। ২টি আসনে এগিয়ে তৃণমূলও। দৌড়ে রয়েছে কংগ্রেসও। বামেদের খাতা এখনো খোলেনি।

Updated By: May 23, 2019, 08:39 AM IST
শুরুতেই তৃণমূলকে টক্কর দিচ্ছে বিজেপি, দৌড়ে রয়েছে কংগ্রেসও, গায়েব বাম

নিজস্ব প্রতিবেদন: দেড় মাসের ভোটযজ্ঞ শেষে বৃহস্পতিবার শুরু হয়েছে গোটা দেশের ৫৪২টি কেন্দ্রের ভোটগণনা। লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোটগণনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রেও। আর এরাজ্যে শুরুতেই শাসক তৃণমূলকে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। 

 

প্রাথমিক ফলে পোস্টাল ব্যালট গণনা শুরু হতে দেখা যায়, রাজ্যে ৩টি আসনে এগিয়ে যায় বিজেপি। ২টি আসনে এগিয়ে তৃণমূলও। দৌড়ে রয়েছে কংগ্রেসও। বামেদের খাতা এখনো খোলেনি। লোকসভা নির্বাচনে ভোটের সংখ্যার নিরিখে নগন্য হলেও এই প্রবণতা গোটা দিন জারি থাকলে ফল অন্যরকম হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বুথফেরত সমীক্ষায় এরাজ্যে বিজেপিকে ২৩টি পর্যন্ত আসন দিয়েছেন সমীক্ষকরা। সেই অনুমান সত্যি হলে শাসক তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে যাবে বিজেপি। সত্যিই কি তেমন হতে চলেছে? নাকি বাংলায় কায়েম থাকবে ঘাসফুলরাজ? উত্তর মিলবে কয়েক ঘণ্টায়।  

.