ভিডিয়ো: প্রিসাইডিং অফিসারের সামনে অবাধে রিগিং 'দাদা'দের
কোথায় ভোট দিতে হবে, তা ভোটারকে ইভিএমে দেখিয়ে দিচ্ছেন বুথের ভিতরে থাকা 'দাদা'রা।
নিজস্ব প্রতিবেদন: কেতুগ্রামে প্রিসাইডিং অফিসারের সামনেই অবাধে চলল রিগিং। ওই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অপসারিত হলেন অভিযুক্ত প্রিসাইডিং অফিসার।
পূর্ব বর্ধমান কেন্দ্রের কেতুগ্রামের ১০৪ ও ১০৭ বুথে প্রিসাইডিং অফিসারের সামনেই অবাধে চলল রিগিং। কোথায় ভোট দিতে হবে, তা ভোটারকে ইভিএমে দেখিয়ে দিচ্ছেন বুথের ভিতরে থাকা ব্যক্তিরা। আর পাশেই বসে গোটা ঘটনা দেখছেন প্রিসাইডিং অফিসার। ভোটগ্রহণ শুরু হওয়ার পর ঘণ্টা দুই ধরে এমনভাবেই রিগিং চলেছে বলে অভিযোগ বিরোধীদের।
Rigging of votes seen in East Burdwan constituency Ketugram at polling booth 104, 107
Catch all live updates here- https://t.co/NJGiwmXpO5 pic.twitter.com/RSWcu1bDH3
— DNA (@dna) April 29, 2019
এরপরই রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। অপসারণ করা হয় ওই বুথের প্রিসাইডিং অফিসারকে। নতুন প্রিসাইডিং অফিসারের তত্বাবধানে শুরু হয় ভোটগ্রহণ।
কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত অভিযোগ এসেছে ১০৭৬। এবং তার মধ্যে রফা হয়েছে ১০০৬ অভিযোগের।
আরও পড়ুন- স্ত্রী ক্যানসারে আক্রান্ত তবু অনুব্রতর-নজরদারি মুক্তির আর্জি খারিজ হাইকোর্টে