জয়ে মরিয়া তৃণমূল, পাঁজি দেখে মনোনয়নপত্র জমা দেবেন দলের প্রার্থীরা
লোকসভা ভোটের আগে সব ফর্মূলাই প্রয়োগ করতে চলেছে তৃণমূল।
কমলিকা সেনগুপ্ত
সংগঠন, মানুষের সমর্থন তো রয়েইছে, তবে ভোটের আগে ভাগ্যের আনুকূল্য পেতেও মরিয়া জ্যোতিপ্রিয় মল্লিক। লোকসভা ভোটের আগে শুভ মুহুরত দেখেই মনোনয়ন পেশ করবেন তৃণমূল প্রার্থীরা।
শনিবার উত্তর ২৪ পরগনার ভোটের সেনাপতি জোতিপ্রিয় মল্লিক কর্মী সভায় যাওয়ারপথে দলের এক কর্মীকে নির্দেশ দেন,পঞ্জিকাটা দেখ তো কবে ভালো দিন। কোন সময় পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবে। নেতার নির্দেশে কেনা হলো পঞ্জিকা। কিন্তু এতো নতুন পঞ্জিকা। দলের এক কর্মী তত্ক্ষণাত্ ফোন করলেন চেনাশোনা পুরোহিতকে। ঠিক হল, ১০ এপ্রিল ১২টা থেকে ২টো সময়কাল শুভ।
শুধু উত্তর ২৪ পরগনাই নয়, দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ও ভরসা রাখেন তিথিতে। তিনি বলেন, "আমি এসব খুব মানি। পঞ্জিকা দেখেই দেবো মনোনয়নপত্র জমা দেব।"
পঞ্জিকা দেখছেন সবাই তবে মুনমুন সেনের সৌভাগ্যের রসদ হাতের একটি ব্যান্ড। এই ব্যান্ডটি পরেই বাঁকুড়ায় গতবার হেভিওয়েট বাসুদেব আচার্যকে হারিয়েছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ব্যান্ডটি এবারও নিয়ম করে পরছেন মুনমুন। বলে রাখি, হোলির দিনেই এবার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেছিল বিজেপি। ওই দিনটি বাছার কারণও নাকি ছিল শুভ তিথি।
আরও পড়ুন-রাহুলের কাছ থেকে ৭২,০০০ পেলে স্ত্রীকে খোরপোষ, আদালতে জানালেন স্বামী