loksabha elections result 2019: শুরু হয়ে গিয়েছে গণনা, কীভাবে চলছে প্রক্রিয়া দেখুন!

১৪ থেকে ২৩ রাউন্ড গণনার পর ইভিএমের সঙ্গে ভিভি প্যাডের স্লিপ মিলিয়ে গণনা প্রক্রিয়া।

Updated By: May 23, 2019, 09:41 AM IST
loksabha elections result 2019: শুরু হয়ে গিয়েছে গণনা, কীভাবে চলছে প্রক্রিয়া দেখুন!

নিজস্ব প্রতিবেদন: ভোটযুদ্ধ শেষ হয়েছে গত ১৯ মে, আজ ভাগ্য নির্ধারণের পালা। বুথ ফেরত সমীক্ষা পর দিল্লির মসনদ কার আজই মিলবে তার স্পষ্ট উত্তর। সকাল থেকেই টান টান উত্তেজনা যুযুধান দলগুলিতে। রাজ্যে মোট ৭৮,৭৯৯ বুথের গণনা আজ। গণনা চলছে ৫৮টি গণনা কেন্দ্রে। শুরুতে গোনা হবে পোস্টাল ব্যালট এবং ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম (ইটিপিবিএস)গুলি। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্রে আসবে। উত্তর মালদা,  কালিম্পং, শ্রীরামপুর, আরামবাগ, বালুরঘাট-সহ বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গোনা শুরু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন শুরুতেই তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি, দৌড়ে রয়েছে কংগ্রেসও, গায়েব বাম

ইভিএম গোনার পরে বিধানসভা কেন্দ্রপিছু পাঁচটি করে ভিভিপ্যাটের স্লিপ গুনে সংশ্লিষ্ট ইভিএমের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এক একটি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা প্রতিটি বিধানসভা কেন্দ্রের সব বুথের নম্বর স্লিপে লিখে সেগুলি একটি বাক্সে রাখা হবে। লটারি হবে প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে। যে প্রথম পাঁচটি নম্বর উঠবে, সেই বুথগুলির ইভিএম এবং ভিভিপ্যাট স্লিপের ফল মিলিয়ে দেখা হবে। ১৪ থেকে ২৩ রাউন্ড গণনার পর ইভিএমের সঙ্গে ভিভি প্যাডের স্লিপ মিলিয়ে গণনা প্রক্রিয়া।

মনে করা হচ্ছে, গণনা প্রক্রিয়া নির্ভুল করতে বেশ কিছু নিয়ম পরবর্তনের কারণে ফলাফল জানতে দুপুর গড়িয়ে যেতে পারে।

.