বিজেপির গ্যাস বেলুন ফুলিয়ে ঐতিহাসিক ভুল করল সিপিএম: পার্থ

পশ্চিমবঙ্গে প্রত্যাশা ছাপিয়ে গিয়ে ১৮টি আসন জিতেছে বিজেপি। তৃণমূল নেমে গিয়েছে ২২টি আসনে।

Updated By: May 24, 2019, 06:30 PM IST
বিজেপির গ্যাস বেলুন ফুলিয়ে ঐতিহাসিক ভুল করল সিপিএম: পার্থ

নিজস্ব প্রতিবেদন: বাম ভোটে রাজ্যে বলীয়ান হয়েছে বিজেপি। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের এমন অপ্রত্যাশিত ফলের পর পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, রাম-বাম একই। এটা তো আগেই বলেছিলেন নেত্রী।    

পশ্চিমবঙ্গে প্রত্যাশা ছাপিয়ে গিয়ে ১৮টি আসন জিতেছে বিজেপি। তৃণমূল নেমে গিয়েছে ২২টি আসনে।  ভোটের হারে রাজ্যে এখনও এগিয়ে তৃণমূল। তবে তা যত্সামান্যই। ৪৩.২৮ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। তার থেকে প্রায় ৩ শতাংশ কম বিজেপি। তারা পেয়েছে ৪০.২৫%। সিপিএমের প্রাপ্ত ভোট ৬.২৮%। ৫.৬১% ভোট পেয়েছে কংগ্রেস। স্পষ্টত, সিপিএমের ভোট গিয়েছে বিজেপিতে। পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ,''নিজেদের প্রগতিশীল বলে দাবি করে বামেরা। তাদের মুখোশ খুলে গিয়েছে। তাদের ভোট কেন এতটা কমে গেল, সেটা বিধানসভার খাতা খুললেই বুঝতে পারবেন''।

তৃণমূলের মহাসচিব আরও বলেন,''বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বামেদের ভোট চলে গিয়েছে সিপিএমে। আরও একটা ঐতিহাসিক ভুল করল তারা। রাম-বাম এক। আমাদের নেত্রী আগেই বলেছিলেন। বিজেপির গ্যাস বেলুন ফুলিয়েছে সিপিএম''।    

একইসঙ্গে রাজ্যে এত উন্নয়নের পরও এমন ফলাফল নিয়ে পর্যালোচনা করা হবে বলেও মনে করেন পার্থ। তাঁর আক্ষেপ,''উন্নয়ন নিয়ে আলোচনাই হল না, ক্ষমতায় আসার জন্য সমাজকে দ্বিখণ্ডিত করছে বিজেপি। মিথ্যাচার করেছেন বিজেপি নেতারা, বিপুল অর্থ ব্যয় করা হয়েছে''। এই জয় ক্ষণস্থায়ী বলেও মন্তব্য করেছেন পার্থ। তাঁর কথায়,''২০২১ সালে মোদীর মুখ নিয়ে বাংলায় জেতা যাবে না, মমতাই মুখ হবেন''। 

নির্বাচনী প্রচারে নিয়মিতভাবে সিপিএম-কংগ্রেস-সিপিএম-কে জগাই-মাধাই-বিদাই বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। দাবি করেছিলেন, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিন দল একত্রিত হয়েছে।       

আরও পড়ুন- রাজ্যের বিধানসভাতেও সংখ্যাগরিষ্ঠতার ঘাড়ে শ্বাস ফেলছে বিজেপি, বলছে পাটিগণিতের অঙ্ক

.