মায়ের কোলে শিশুকে ফিরিয়ে দিল ফেসবুক
শিশু হারিয়ে যাবার খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেলা ১১ টা নাগাদ রাসোর এক আত্মীয় ফেসবুকে লক্ষ্য করেন স্থানীয় 'রামগঞ্জ আলো সোশাইটি' র ফেসবুক পেজে একটি বাচ্চা চা বাগান থেকে উদ্ধার হয়েছে বলে পোস্ট করা হয়েছে। শিশুটির খোঁজ পেতে রামগঞ্জ থানায় যোগাযোগ করতেও বলা ছিল ওই পোস্টে।
নিজস্ব প্রতিবেদন: মেলালেন তিনি মেলালেন। তিনি ফেসবুক। ফেসবুকের সৌজন্যে মা ফিরে পেলেন হারিয়ে যাওয়া ২ বছরের শিশুকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মায়ের কোলে ফিরে এল ছোট্ট সন্তান। ঘটনাটি চা বাগানে ঘেরা ইসলামপুর থানা এলাকার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ভক্তিগ্রাম গ্রামের।
জানা যাচ্ছে, রবিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার ভক্তিগ্রামে বোনের বাড়িতে ঘুরতে আসেন দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া অঞ্চলের রাসো বেগম। সোমবার সকালে হঠাত্ দেখা যায় রাসোর ২ বছরের শিশুকণ্যা নাহেদা নিখোঁজ। রাসো প্রথমে ভেবেছিলেন, তাঁর বোনের সাথে হয়ত কোথাও গিয়েছে নাহেদা। কিন্তু বোন দিলজান কিছু সময় পরে বাড়িতে ফিরে আসলে নাহেদার খোঁজ শুরু হয়।
শিশু হারিয়ে যাবার খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেলা ১১ টা নাগাদ রাসোর এক আত্মীয় ফেসবুকে লক্ষ্য করেন স্থানীয় 'রামগঞ্জ আলো সোশাইটি' র ফেসবুক পেজে একটি বাচ্চা চা বাগান থেকে উদ্ধার হয়েছে বলে পোস্ট করা হয়েছে। শিশুটির খোঁজ পেতে রামগঞ্জ থানায় যোগাযোগ করতেও বলা ছিল ওই পোস্টে।
এরপরই রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে ছুটে যান রাসো ও অন্যান্যরা। থানায পৌঁছে জানতে পারেন, নাহেদা সুরক্ষিত আছে। জানা যায়, শিশু কন্যাটি খেলতে খেলতে দিলজানদের বাড়ি লাগোয়া চা বাগানের ভেতরে চলে যায়। তারপর চা বাগানের ভেতর সে হারিয়ে যায়। বাড়ি থেকে প্রায় দু'কিলোটার দূরের বাগানের শ্রমিকরা একটি বাচ্চার কান্না শুনতে পেয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে ওই সেচ্ছাসেবী সংস্থার কর্মীদের খবর দেন। আর সেই সেচ্ছাসেবী সংস্থার ফেসবুক পোস্টের সৌজন্যেই শেষ পর্যন্ত বাড়ি ফিরল দুই বছরের নাহেদা।