চিকিত্সায় গাফিলতিতে রোগীমৃত্যুর জেরে অশান্তি ৪ জেলায়
ওয়েব ডেস্ক : কোথাও ভুল চিকিত্সা। কোথাও চূড়ান্ত গাফিলতির অভিযোগ। রোগী মৃত্যুতে অশান্তি চার জেলায়। ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ঝাড়গ্রাম হাসপাতাল। বিক্ষোভ চুঁচুড়া, রামপুরহাট আর কালিয়াগঞ্জেও।
ঝাড়গ্রামে 'ভুল চিকিত্সায়' প্রসূতির মৃত্যু
রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় জরায়ু কেটে বাদ দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ আত্মীয়দের। তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
চুঁচুড়ায় গাফিলতির অভিযোগে অশান্তি
যুবকের মৃত্যুতে অশান্তি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতালের এক ড্রেসারকে মারধরের অভিযোগ । পরিবারের দাবি, সময় মতো রেফার করলে এমন হত না।
কালিয়াগঞ্জে 'বিনা চিকিত্সায়' রোগী মৃত্যু
প্রৌঢ়ের মৃত্যুতে অশান্তি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ, ফিরেও তাকাননি চিকিত্সকরা। সুপারকে ঘিরে বিক্ষোভ আত্মীয়দের।
রামপুরহাটে গাফিলতির অভিযোগে অশান্তি
অশান্তি রামপুরহাট হাসপাতালেও। সুপারকে ঘিরে বিক্ষোভ মৃতের আত্মীয়দের। এক চিকিত্সকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সুপার তদন্তের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন, তারকেশ্বরে তেলের কড়াইয়ে পড়ে দগ্ধ যুবক