নিজস্ব প্রতিবেদন: রবিবার সকাল থেকেই জলপাইগুড়ির মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৩০টি হাতির একটি দল। সেই হাতির দলের সামনে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিকেলের দিকে হাতির দলটি কুমলাই নদী ব্রিজ সংলগ্ন ডেমকাঝোড়া বস্তির এক চা বাগানের কাছাকাছি চলে আসে। হাতির দলটিকে তাড়াতে ব্যাস্ত ছিলেন বনকর্মীরা। তাঁরা আগেই জানিয়েছিলেন, আসেপাশে যেহেতু লোকালয় রয়েছে তাই সন্ধে হলেই দলটিক জঙ্গলে ফেরত পাঠানো হবে।


আরও পড়ুন-Siliguri:  মাদক-কাণ্ডে গ্রেফতার যুব তৃণমূল নেতা; দলের সঙ্গে যোগাযোগ নেই, দাবি ঘাসফুল শিবিরের  



এদিকে, হাতির দলটিকে দেখতে দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। বন কর্মীরা তাদের সাবধান করলেও কিছু মানুষ বারবারই হাতির দলের সামনে চলে আসছিলেন। এর মধ্যেই আচমকাই এক যুবক হাতির দলের কাছাকাছি চলে আসেন। দল থেকে বেরিয়ে এসে একটি হাতি তাড়া করে যুবককে ধরে ফেলে। তারপর শুঁড়ে পেঁচিয়ে পা দিয়ে পিষে মেরে ফেলে।


আরও পড়ুন-সারা শরীরে ক্ষত নিয়ে বেঁচে আছে, স্বাধীনতার পর এমন কাউকে দেখতে পাবেন না: Mamata


মৃত যুবকের নাম সুশীল ওঁরাও। বাড়ি তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ডেমকাঝোড়া বস্তিতে। বিকেলের পর তার মৃতদেহ উদ্ধার করে মালবাজার থানার পুলিস। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)