সারা শরীরে ক্ষত নিয়ে বেঁচে আছে, স্বাধীনতার পর এমন কাউকে দেখতে পাবেন না: Mamata

সেই ১২-১৩ থেকে বয়স থেকে রাজনীতি শুরু করেছি, বললেন মমতা। 

Updated By: Oct 24, 2021, 08:50 PM IST
সারা শরীরে ক্ষত নিয়ে বেঁচে আছে, স্বাধীনতার পর এমন কাউকে দেখতে পাবেন না: Mamata

নিজস্ব প্রতিবেদন: সেই ছোটবেলায় রাজনীতিতে হাতেখড়ি। নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছেন। শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অতীতে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে জানালেন, তাঁর শরীর ক্ষতবিক্ষত। জীবন্ত লাশ।    

রবিবার মমতা বলেন,''সেই ১২-১৩ থেকে বয়স থেকে রাজনীতি শুরু করেছি। এত ছোট বয়স থেকে রাজনীতি কেউ করেছে কিনা জানি না! আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বাবার কাছ থেকে শুনে শুনে মাথার মধ্যে দেশপ্রেমের উদ্ভব হয়ে গিয়েছিল। স্বামীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি-কে জেনেছি। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, ইশাই একটা সর্বধর্মের আইডিয়া হয়ে গিয়েছিল। তার পর থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই সারাটা জীবন পার হয়ে আসলাম।'' 

বাম জমানায় লড়াই করে তাঁর উত্থান। বহু আন্দোলনে নিজেও চোট পেয়েছেন। সে কথাও এ দিন স্মরণ করিয়ে দেন মমতা। তাঁর কথায়,''সারা শরীরে এত ক্ষতবিক্ষত অবস্থায় এখনও বেঁচে আছে, স্বাধীনতার পর যদি এমন কাউকে দেখতে পান আমি কথা ফিরিয়ে নেব। একমাত্র আমি যাঁকে আপনারা জীবন্ত লাশ বলতে পারেন। আমার হাতে দুটো হাতে অপারেশন হয়েছে। তিনবার অপারেশন হয়েছে পেটে। মার খেতে খেতে আমার ব্রেন অপারেশন হয়েছে। আমার চোখ, পা অপারেশন হয়েছে। শরীরের কোনও অংশ বাকি নেই। তা সত্ত্বেও মনের জোরে কাজ করে চলি।'' 

আরও পড়ুন- জলে ভিজে পুজো উদ্বোধন করতে গিয়ে ঠান্ডা লেগেছে, ২০ বছর আমার জ্বর হয়নি: Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.