Malbazar: সাবধান, ৪০ হাজার টাকা বেতনের 'অফার'! দালাল চক্রের ফাঁদে প্রতারিত মহিলার ভয়ংকর অভিজ্ঞতা...
এক মাস কাজ করার পর কুড়ি হাজার টাকা সেই মহিলার হাতে দেওয়া হয়। বাকি টাকা চাইলে শুরু হয় মানসিক অত্যাচার।
অরূপ বসাক: চল্লিশ হাজার টাকার মাসিক বেতনের লোভে ওমানে গিয়ে প্রতারিত হলেন এক মহিলা। আবারও টাকার প্রলোভন দেখিয়ে দালাল চক্রের এমনি ঘটনা সামনে আসল ডুয়ার্স থেকে। অবশেষে মেটেলির সমর্পণ স্বেচ্ছাসেবী সংস্থা ও এসএসবি-র সহযোগিতায় বাড়ি ফিরলেন সেই প্রতারিত মহিলা। জানা গেছে ওই মহিলার বাড়ি মেটেলি ব্লকে চা-বাগান এলাকায়।
জানা গিয়েছে কালচিনির এক ব্যক্তি কাজের কথা বলে প্রথমে সেই প্রতারিত মহিলাকে দিল্লিতে পাঠায়। এবং সেখানে আরও এক ব্যক্তি সেই প্রতারিত মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং তাঁকে বলে ওমানে কাজ রয়েছে। মাসিক বেতন চল্লিশ হাজার টাকা। সেই ব্যক্তির কথা মতো প্রতারিত মহিলা ২ বছরের ভিসা নিয়ে ওমানে পাড়ি দেন। কিন্তু সেখানে গিয়ে এক মাস কাজ করার পর কুড়ি হাজার টাকা সেই মহিলার হাতে দেওয়া হয়। বাকি টাকা চাইলে শুরু হয় মানসিক অত্যাচার। অত্যাচার শুরু করে সেই মহিলার ওপর। এরপর ওই প্রতারিত মহিলা বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলে সব ঘটনা তার বাড়ির লোককে বলে।
বাড়ির লোক সেই মুহূর্তেই সমর্পণ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে। প্রায় দেড় বছর পর স্বেচ্ছাসেবী সংস্থা ও এসএসবি-র সহযোগিতায় অবশেষে সেই প্রতারিত মহিলা নিজের বাড়িতে ফিরে আসেন। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যা নির্মলা করজি বলেন, প্রায় এক বছর ধরে আমরা এসএসবি-র সহযোগিতায় ওই মহিলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টায় ছিলাম। অবশেষে সেই মহিলা বাড়িতে আসতে পেরেছেন। ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে দালাল চক্রের ফাঁদে পরে যুবক যুবতীরা অনেকেই এই ধরনের ভুল করে বসে। তাই সকলকে সাবধান হতে হবে, আর এসব দালালদের কাছ থেকে দূরে থাকতে হবে।
আরও পড়ুন, Burdwan: ধপধপে সাদা শিয়াল! স্বপ্ন নয় সত্যি! দেখা মিলল ঘরের দোরগোড়াতেই, আছে আরও অনেক 'খাজানা'...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)