Malda: ভরসন্ধেয় ইংরেজবাজারে শুটআউট, গুলিবিদ্ধ TMC নেতা

ঘটনার তদন্তে পুলিস

Updated By: Jul 12, 2021, 08:24 AM IST
Malda: ভরসন্ধেয় ইংরেজবাজারে শুটআউট, গুলিবিদ্ধ TMC নেতা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা (TMC Worker Shot at)। সূত্রের খবর, রবিবার ভরসন্ধেয় ইংরেজবাজারের (Englishbazar) শোভানগরে গুলিবিদ্ধ হন ঐ তৃণমূল নেতা। তাঁর নাম নেপাল চৌধুরী (Nepal Chowdhury)। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তিনি। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ঐ তৃণমূল কর্মী। এরপর তাঁকে উদ্ধার করে মালদা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আপতত স্থিতিশীল।

তবে কী কারণে কারা তাঁর উপর গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে, জমি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন ঐ তৃণমূল কর্মী। তিনদিন আগেই জেল হেফাজত থেকে ছাড়া পেয়েছেন। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই হামলা চালানো হয়ে তাকতে পারে।

আরও পড়ুন:  অন্ধবিশ্বাসে ডুব, দু'দিনের ব্যবধানে দেগঙ্গায় কুসংস্কারের বলি আরও ১
আরও পড়ুন: রথযাত্রায় 'বাদ' রথ! ট্রাকে করেই মাসীর বাড়ি যাবেন মদনমোহন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
.