Mamata Banerjee: ৭ দিনে ঠাসা কর্মসূচি, আজই উত্তরবঙ্গ সফরে মমতা

৭ দিনের পাহাড় সফরের জের। গতবছর নবান্নে বৈঠকের পর এবছর পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের মিটিংয়ে গরহাজির থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 6, 2023, 11:39 AM IST
Mamata Banerjee: ৭ দিনে ঠাসা কর্মসূচি, আজই উত্তরবঙ্গ সফরে মমতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আজ দুপুরেই বাগডোগরা হয়ে কার্শিয়ংয়ে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক সপ্তাহে উত্তরবঙ্গে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামিকাল বৃহস্পতিবার বিকালে যোগ দেবেন আত্মীয়র বিয়েতে। এরপর শুক্রবার পাহাড়ে রয়েছে গণবণ্টন কর্মসূচি। শনি-রবি থাকবেন আলিপুরদুয়ার। তারপর সোম-মঙ্গল জলপাইগুড়ি ও শিলিগুড়ি হয়ে ফিরবেন কলকাতায়। 

এদিকে ৭ দিনের পাহাড় সফরের জের। গতবছর নবান্নে বৈঠকের পর এবছর পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের মিটিংয়ে গরহাজির থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। ১০ ডিসেম্বর পটনায় শাহর সভায় মমতার দূত হিসেবে উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ দুপুর ২টো নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে  কার্শিয়ং যাবেন। কাল ৭ ডিসেম্বর রয়েছে আত্মীয়র বিয়ে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার অর্থাত্ ৮ ডিসেম্বর, দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়ং-এ একযোগে গণবণ্টন কর্মসূচিতে অংশ নেবেন মমতা। 

এরপর শনিবার ৯ ডিসেম্বর কপ্টারে আলিপুরদুয়ার পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। তারপর রবিবার ১০ ডিসেম্বর আলিপুরদুয়ারে গণবণ্টন কর্মসূচিতে যোগ দেবেন। সোমবার ১১ ডিসেম্বর জলপাইগুড়ির বানারহাটে একইভাবে গণবণ্টন কর্মসূচিতে অংশ নেবেন। ওইদিন রাতে উত্তরকন্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১২ ডিসেম্বর শিলিগুড়ির কৃষকদের মধ্যে গণবণ্টন কর্মসূচিতে যোগ দেবেন। সেখান থেকেই সেদিন বিকেলে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন, Vidyasagar Setu: বিদ্যাসাগর সেতুতে বন্ধ হয়ে গেল এই ধরনের যানবাহন চলাচল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.