আপনার জন্যে রেঁধে দেব নাকি! লোকসভার আগে উমা সরেনকে বার্তা মমতার

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Nov 26, 2018, 11:52 PM IST
আপনার জন্যে রেঁধে দেব নাকি! লোকসভার আগে উমা সরেনকে বার্তা মমতার

কমলিকা সেনগুপ্ত

পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে বেড়েছে গেরুয়া শিবিরের দাপাদাপি। তৃণমূলের কোনও নেতার প্রতি ক্ষোভ থাকলে তার সঙ্গে দল বা সরকারের কোনও যোগ নেই বলেও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বার্তা দিলেন, বেআইনি খাদান, সরকারি প্রকল্পের বাড়িতে কমিশন চলবে না। 

পঞ্চায়েত ভোটের পর জঙ্গলমহলে পদ গেছে একাধিক তৃণমূল নেতার। এদিন ঝাড়গ্রামের সভায় আদিবাসীদের ক্ষোভ দূর করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। বলেন, কারও কারও উপরে ব্যক্তিগত রাগ থাকতে পারে। এর সঙ্গে দল বা সরকারের কোনও যোগ নেই। অন্যায় করলে ঈশ্বর, আল্লাহ তাঁকে শাস্তি দেবে। আমি বিডিও থেকে শুরু স্থানীয় নেতা সবাইকে বলব, মানুষের সঙ্গে ভাল ব্যবহার করুন। যেটা করার সেটা করে দিন। কারও রেশন কার্ড রাখবেন না। কোনও পঞ্চায়েতের অফিসারের কাছেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে না পেনশনপ্রাপকের।

সভা ও বৈঠকে বারবার সতর্ক করে বলে মমতা বলেন,''বালিখাদান নিয়ে দাদার কথা শুনবেন না। এরা এসব ব্যক্তিগতভাবে করে। কেউ যেন কমিশন না নেয়। কমিশন নিয়ে বাড়ি না দেওয়া হয় বাংলা আবাস প্রকল্পে''। এর পাশাপাশি গণবন্টনে সাধারণ মানুষকে ঠকালে রেশন দোকানদারদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা।  

সুকুমার হাঁসদা ও উমা সরেনকে জনসংযোগ বাড়ানোর দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরজায় দরজায় প্রচারে যাওয়ার নির্দেশও দেন। উমা সোরেনকে মমতা বলেন,''আপনার জন্য সব রেঁধে দেব নাকি!'' 

আরও পড়ুন- লোকসভার প্রার্থী ঘোষণা করে টুইট বোমা তৃণমূল সাংসদ অনুপমের

 

.