মালদার আম আদমির কাছে 'ফজলি আম-আমসত্ত্ব' আবদার মুখ্যমন্ত্রীর
"কী এবার দেবেন তো? ফজলি আম একটু খাওয়াবেন তো?"
নিজস্ব প্রতিবেদন : আমের জন্য বিখ্যাত মালদা। ভোটমুখী বাংলায় মালদায় গিয়ে তাই 'আম' চাইলেন মমতা। যে সে আম নয়, ফজলি আম (Fajli Mango) চাইলেন তৃণমূল (TMC) নেত্রী। মালদার ল্যাংড়া ও ফজলি, দুই আম-ই বিখ্যাত। তবে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন আকারে 'সুবিশাল' ফজলি আম-ই চাইলেন মালদাবাসীর কাছে।
এদিন ইংরেজবাজারের কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "এই ভোটে আমাকে ফজলি আম (Fajli Mango) দিতে হবে।" এরপরই প্রশ্ন ছুঁড়ে দেন, "কী এবার দেবেন তো? ফজলি আম একটু খাওয়াবেন তো?" বলেন, এতদিন সিপিআইএম, কংগ্রেস, বিজেপি অনেক মালদার 'ফজলি আম' খেলেও, তৃণমূল কংগ্রেস (TMC) খায়নি। বলে রাখি, এদিন তৃণমূল নেত্রী যে শুধু ফজলি আম চেয়েছেন, তা নয়। সেইসঙ্গে 'আমসত্ত্ব'টাও চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, 'আম-আমসত্ত্ব দুটোই চাই।' এই 'আম ও আমসত্ত্ব'-এর রূপকে তৃণমূল নেত্রী আসলে কী বলতে চেয়েছেন, তা জানতে পড়ুন, 'অনেককিছু করেও আসন পাইনি, ভোট এলেই মালদার অঙ্কটা বদলে যায়,' আক্ষেপ Mamata-র
উল্লেখ্য, এদিন ইংরেজবাজারের সভায় মমতা (Mamata Banerjee) তোপ দাগেন, "অপপ্রচার করে মৌসমকে হারানো হয়েছে।" পাশাপাশি এও জানান, মৌসম বেনজির নূরকে সম্মান দেওয়ার জন্য তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। মালদার মানুষ যাতে নিজেদেরকে 'অবহেলিত' মনে না করেন, তাঁদের সেই সেন্টিমেন্টকে মাথায় রেখেই গণি খান পরিবারের উত্তরসূরী মৌসম বেনজির নূরকে সাংসদ করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন, 'টেন স্টার হোটেল রথে বিরিয়ানি-খানাপিনা-গানা', পরিবর্তন যাত্রাকে তুমুল কটাক্ষ Mamata-র